ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্ধু গ্যারেজ সদস্যদের জন্য গ্রামীণফোনের আকর্ষণীয় আয়োজন

প্রকাশিত: ০৫:০৪, ২৯ ডিসেম্বর ২০১৪

বন্ধু গ্যারেজ সদস্যদের জন্য গ্রামীণফোনের আকর্ষণীয় আয়োজন

সম্প্রতি রাজধানীর বনানী বিদ্যানিকেতন প্রাঙ্গণে গ্রামীণফোন তার বন্ধু গ্যারেজ সদস্যদের জন্য আয়োজন করে একটি বিশেষ বর্ষপূর্তি কার্নিভাল। দিনব্যাপী এই কার্নিভালে আকর্ষণীয় সব কর্মকা-ের পাশাপাশি ছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের সঙ্গীত পরিবেশনা। আয়োজনটি শুধুমাত্র আনন্দদায়কই নয়, শিক্ষণীয়ও ছিল। গ্রামীণফোনের বন্ধু গ্যারেজ সদস্যরা অনুষ্ঠানের সহযোগীদের কাছ থেকে সাইকেল চালনা, চিত্রশিল্প এবং ভ্রমণের গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। আর গেমিং প্রিয়দের কাছে জনপ্রিয় ছিল গেমিং জোন। প্রতি ঘণ্টার আয়োজন হিসেবে ছিল খাবার প্রতিযোগিতা, চিত্রশিল্পের ওপর কুইজ এবং নানা ধরনের রোমাঞ্চকর খেলাধুলা। দিনব্যাপী আয়োজনের শেষভাগে ছিল সন্ধি ও সভ্যতা, রাফা এ্যান্ড ফ্রেন্ডস, শূন্য এবং নেমেসিস-এর সঙ্গীত পরিবেশনা। এদিকে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমায় বন্ধু গ্যারেজ সদস্যদের জন্য গ্রামীণফোন আয়োজন করেছিল একটি বিশেষ প্রিমিয়ার শো’র। এই উদ্যোগের আওতায় চলচ্চিত্রটি প্রদর্শনীর প্রথম দুইদিন (২৬ এবং ২৭ ডিসেম্বর) কমিকপ্রেমি এবং কসপ্লে­কমিউনিটির মিডল আর্থ কার্নিভাল উপভোগের পাশাপাশি শুধুমাত্র গ্রামীণফোন বন্ধু গ্যারেজের সদস্যরা চলচ্চিত্রটি উপভোগের সুযোগ পেয়েছিলেন। বন্ধু গ্যারেজ তরুণদের জন্য গ্রামীণফোনের একটি বিশেষ প্লাটফর্ম, যেখানে তরুণদের আগ্রহ এবং প্রয়োজনের দিকে খেয়াল রেখে বিভিন্ন আকর্ষণীয় উদ্যোগ নেয়া হয়। গত অগাস্ট মাসে শুরু হয়ে বন্ধু গ্যারেজ ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কনসার্টের আয়োজন করেছে। ফেসবুকে নির্ধারিত পেজ এবং গ্রুপে অভিনব প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত বন্ধু গ্যারেজ সদস্যদের নিয়ে আয়োজন করা হয় রক ফেস্ট, সুন্দরবন ভ্রমণ, ফটোশুট উইথ সেলিব্রিটি, মিশন কেওকারাডং, সাইক্লিং, ভৌতিক স্থান ভ্রমণ, ফ্লাইং বোটসহ দারুণ রোমাঞ্চকর সব ট্যুর। পাশাপাশি রয়েছে ফুড কোর্ট এবং ফ্যাশান হাউসগুলোতে স্পেশাল ডিসকাউন্ট। আগ্রহী তরুণরা যঃঃঢ়:// িি.িনড়হফযঁমধৎধমব.পষঁন এই পেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে।-বিজ্ঞপ্তি
×