ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নৌবাহিনী প্রধানের সঙ্গে কাতার নৌ প্রধানের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৫:০৪, ২৯ ডিসেম্বর ২০১৪

নৌবাহিনী প্রধানের  সঙ্গে কাতার নৌ প্রধানের সৌজন্য  সাক্ষাত

বাংলাদেশে সফররত কাতার নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল (সী) মোহাম্মদ নাসের আল-মোহান্নাদী রবিবার বনানীর নৌসদর দফতরে নৌবাহিনী প্রধান ভাইস এ্যাডমিরাল এম ফরিদ হাবিব, এনবিপি, এনডিসি, পিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এর আগে কাতার নৌবাহিনী প্রধান নৌসদরে এসে পৌঁছলে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ অপারেশন্স পরিদফতরের পরিচালক তাঁকে স্বাগত জানান। সাক্ষাতকালে পেশাগত ও দুই দেশের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এ সময় নৌসদরের পিএসওগণ এবং উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে কাতার নৌবাহিনীর তিন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। এর আগে কাতার নৌবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেন। -আইএসপিআর
×