ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আধিপত্য নিয়ে আওয়ামী সমর্থিত দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৫:০৩, ২৯ ডিসেম্বর ২০১৪

আধিপত্য নিয়ে আওয়ামী  সমর্থিত দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৮ ডিসেম্বর ॥ শৈলকুপায় আওয়ামী লীগ সমর্থিত দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আব্দুল কুদ্দুস ওরফে কুদো (৪৫) নামে একজন নিহত হয়েছে। এ সময় অন্তত ২৫ জন আহত হয়। রবিবার সকালে শৈলকুপা উপজেলার গোপালপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। শৈলকুপা থানার ওসি সগির মিঞা জানান, গত ইউপি নির্বাচনের পর থেকে নিত্যনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ও পরাজিত চেয়ারম্যান ফারুক হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই মফিজ ও ফারুক হোসেনের গ্রুপ রয়েছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। কিছুদিন আগে গোপালপুর গ্রামে মফিজ গ্রুপের কিয়াম উদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি মারা যান। রবিবার তাঁর ফাতেহা অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে রান্নাবান্না চলছিল। সেখানে ফারুক গ্রুপের লোকজনও আসে। অনুষ্ঠানে দু’গ্রুপের লোকজন তর্ক বিতর্কের এক পর্যায়ে ঢাল, ভেলা, লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আব্দুল কুদ্দুস নামে একজন ঘটনাস্থলেই নিহত ও আরিফুল ইসলাম, কামাল বিশ্বাস, নজরুল ইসলাম, ইমদাদুল ও কামাল হোসেনসহ অন্তত ২৫ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল কুদ্দুস একজন ভ্যানচালক। সে গোপালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×