ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে ‘বিজয়ে আবৃত্তি’ অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:০০, ২৮ ডিসেম্বর ২০১৪

নীলফামারীতে ‘বিজয়ে আবৃত্তি’ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে ‘বিজয়ে আবৃত্তি’ শীর্ষক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ নীলফামারী জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার শওকত আলী টুলটুল কবিতা পাঠের আসর কর্মসূচীর উদ্বোধন করেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আবৃত্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রবিউল ইসলাম লিটন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের সভাপতি আবদুল বারী। নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের সদস্যরা কবিতা আবৃত্তি করেন বিজয়ে আবৃত্তি অনুষ্ঠানে। জয়পুরহাটে নাট্য উৎসব নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ ‘সমুন্নত থাক মর্যাদার অঙ্গীকার, প্রতিষ্ঠিত হোক মানুষের অধিকার’ এই স্লোগানে জয়পুরহাট মানবাধিকার নাট্য পরিষদ দুইদিন ব্যাপী ৮ম মানবাধিকার নাট্য উৎসব শেষ হয়েছে। জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতি ও শুক্রবার এ উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী দিনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং শহরে র‌্যালী বের করা হয়। উৎসবের উদ্বোধন করেন জয়পুরহাট লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারন সম্পাদক রাজা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব দিলীপ সেন, উদ্বোধক রাজা চৌধুরী, বকুল সওদাগর, উৎপল মন্ডল ও তানিয়া। উৎসবে অবসরপ্রাপ্ত বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সুমীর সরকারকে গুণীজন হিসাবে সম্মাননা দেয়া হয়।
×