ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে ৬ দিনব্যাপী নাট্যোৎসব শুরু

প্রকাশিত: ০৫:৫৯, ২৮ ডিসেম্বর ২০১৪

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে ৬ দিনব্যাপী নাট্যোৎসব শুরু

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলা থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে ৬ দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চে নাট্যোৎসবের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, সংগঠনের পতাকা উত্তোলন এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। ভোলা থিয়েটারের সভাপতি সাংবাদিক নাসির লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দুলাল, গ্রাম থিয়েটারের নির্বাহী পরিষদ সদস্য শুভঙ্কর চক্রবর্তী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক এমএম তাহের, যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ, আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক নেয়ামত উল্যাহ, ছাত্রলীগ সভাপতি আবিদুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে বরিশালের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে ভোলা থিয়েটারের ২৫ বছর পূর্তির একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ভোলা থিয়েটারের সহ-সভাপতি অতুন করঞ্জাই জানান, উৎসবে প্রতিদিন সন্ধ্যায় শহরের কবি মোজাম্মেল হক টাউন হল মিলনায়তনে নাটক মঞ্চায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বরিশাল থিয়েটারের পরিবেশনায় নাটক ‘চিত্রাঙ্গদা’, শনিবার বরিশাল শিশু থিয়েটারের ‘অতঃপর হাটটিমাটিম টিম’ ও ভোর হলো শিশু থিয়েটারের ‘উপানক সমাচার’ মঞ্চস্থ হয়। আজ রবিবার ভোলা সরকারী কলেজের নাটক ‘বীরপালা’, আগামীকাল সোমবার বরিশাল নাট্যম এর নাটক ‘তিলক’, আগামী মঙ্গলবার ভোলা থিয়েটারের ‘মাধব মালঞ্চী কইন্যা’ এবং ৩১ ডিসেম্বর বুধবার ঢাকার নাট্যকেন্দ্রের ‘দুই যে ছিল এক চাকর’ নাটক মঞ্চায়ন করা হবে।
×