ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উড়িষ্যায় ‘রাজা হিমাদ্রি’ মঞ্চায়ন

প্রকাশিত: ০৫:৫৫, ২৮ ডিসেম্বর ২০১৪

উড়িষ্যায় ‘রাজা হিমাদ্রি’ মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ বিজয়ের মাসে ভারতের উড়িষ্যার সংগঠন স্পন্দনের ২৫ বর্ষপূর্তিতে আয়োজিত আন্তর্জাতিক নৃত্য ও নাট্য উৎসবে বাংলাদেশের দৃষ্টিপাত নাট্যদলের ২১তম প্রযোজনা-‘রাজা হিমাদ্রি’ নাটকটি মঞ্চস্থ হয়েছে। উড়িষ্যার রউরকেলার সিভিক সেন্টার মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক নৃত্য ও নাট্য উৎসবের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে ‘রাজা হিমাদ্রি’ নাটক মঞ্চায়ন হয়। নাটক মঞ্চায়নের পর নির্দেশক ও অভিনেতা খন্দকার তাজমি নূরের হাতে উৎসবের শুভেচ্ছা স্মারক দেন আয়োজক প্রতিনিধিরা। এ সময় নাটকে অন্যান্য কুশিলবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্পন্দন প্রতিষ্ঠাতা ড. সমর মুদালি। স্থানীয় তথ্যানুযায়ী মিলনায়তনের নির্দিষ্ট দর্শক ছাড়াও উড়িষ্যার বিভিন্ন স্থানীয় সম্প্রচার মাধ্যমে প্রায় আড়াই লাখ দর্শক উপভোগ করেছে নাটকটি। নাটক মঞ্চায়নের পর উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে নাটকের অভিনেতা অভিনেত্রীদের অভিনন্দন জানান। স্পন্দনের এ উৎসবে সহযোগিতা করেছে উড়িষ্যার রউরকেলা স্টিল প্লান্ট। গ্রিক ট্র্যাজিক নাট্যকার সফোক্লিস -এঁর অসামান্য নাট্যকর্ম ‘ইডিপাস’ অবলম্বনে দৃষ্টিপাত প্রযোজনা ‘রাজা হিমাদ্রি’ নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন ড. খন্দকার তাজমি নূর। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ড. খন্দকার তাজমি নূর, মারজানা বর্ষা, আব্দুল হালিম আজিজ, জাহাঙ্গীর বকুল, শ্বরণ সাহা, শ্রেয়া খন্দকার, রবিউল মাহমুদ ইয়াং, বৈদ্যনাথ অধিকারী, রফিক, সুমি, সুপ্তি, সাধন প্রমুখ। এর আগে উৎসবে অংশ নিতে দৃষ্টিপাতে ২৩ সদস্যের একটি দল গত ১৭ ডিসেম্বর উড়িষ্যার উদ্দেশে বাংলাদেশ থেকে রওয়ানা দেয়। প্র্রসঙ্গত, নাটক ‘রাজা হিমাদ্রি’ নাটকটি ২০১২ সালের ১৫ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হয়। এ পর্যন্ত দেশের বাইরে কোলকাতায় নাটকটির দুটি প্রদর্শনী হয়েছে। প্রথমটি ২০১৩ সালের ২৩ জুলাই প্রাচ্য আয়োজিত কামারহাটির নজরুল মঞ্চে আন্তর্জাতিক নাট্য উৎসবে এবং দ্বিতীয়টি একই বছর ২৪ জুলাই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অবন মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়।
×