ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্লামেন্টে মল্লযুদ্ধ!

প্রকাশিত: ০৫:২৫, ২৮ ডিসেম্বর ২০১৪

পার্লামেন্টে মল্লযুদ্ধ!

পার্লামেন্টে প্রায়শ সরকারদলীয় আর বিরোধীদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়। একপক্ষ অন্যপক্ষকে ঘায়েল করার জন্য অকথ্য ভাষায় গলাবাজি করে। এমন দৃশ্য বিশ্বের প্রায় সব পার্লামেন্ট ভবনেই দেখা যায়। আমাদের দেশের পার্লামেন্টে তো দেখা যায়, অকথ্য ভাষা ব্যবহারের প্রতিযোগিতা চলে সংসদ সদস্যদের মধ্যে। কে কাকে কতটুকু তুলোধুনো করতে পেরেছে, যেন সেটারই প্রতিযোগিতা চলে। কিন্তু তাই বলে সংসদে মল্লযুদ্ধ! যদি সেটা ঘটে ইউরোপের কোন দেশে, তাহলে তো তা আরও বেশি অবিশ্বাস্য। স্কুলের মাঠে ছাত্ররা যেমন মল্লযুদ্ধে নামে তেমনি জর্জিয়ার সরকারদলীয় সংসদ সদস্য আর বিরোধীদলীয় সংসদ সদস্যরা একে অপরের সঙ্গে মল্লযুদ্ধে নেমে পড়ে। জর্জিয়ান সংসদে বিদেশী প্রতিষ্ঠানগুলোতে জর্জিয়ান ডেলিগেশন নিয়োগ সংক্রান্ত একটি আইনের খসড়া প্রণয়নের সময় বিরোধী দলের সংসদ সদস্য অ্যাকাকি বোবোকিদঝ যখন সরকারদলীয় কোয়ালিশন সংসদ সদস্যের প্রতি কটূক্তি করে তখন পুরো সংসদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। কথা কাটাকাটি হতে হতে তা হাতাহাতিতে গড়ায়। কোন কোন সংসদ সদস্য ডেস্কের মাইক্রোফোন খুলে প্রতিপক্ষের গায়ে তা দিয়ে আঘাত করতে থাকে। জর্জিয়ার রাজধানী তিবিলিসি থেকে ১৩৭ কিলোমিটার দূরে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর কুতাইশিতে অবস্থিত র্পালামেন্ট ভবনে এমনতর দৃশ্যের অবতারণা সত্যিই লজ্জাজনক। অবশ্য এই সংসদভবনে এমন দৃশ্য এবারই প্রথম নয়। এর আগেও এই রকম পরিস্থিতি এই পার্লামেন্টে ঘটেছে। দ্য টেলিগ্রাফ অবলম্বনে আরিফুর সবুজ
×