ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভৈরবে নবী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীকে আটক

প্রকাশিত: ০৪:৩৪, ২৮ ডিসেম্বর ২০১৪

ভৈরবে নবী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীকে আটক

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৭ ডিসেম্বর ॥ ভৈরবের চাঞ্চল্যকর নবী হোসেন হত্যা মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শনিবার দুপুরে ব্রাক্ষণবাড়িয়ার বিদ্যাসাপাড়া এলাকার পিত্রালয় থেকে সুমনা বেগম (৩০) নামে এক মহিলাকে আটক করে। আটককৃত সুমনা নিহত নবী হোসেন তার স্বামী বলে দাবি করলেও কারা নবীকে হত্যা করে লাশ ছয় টুকরো করেছে তার কোন তথ্য দিতে পারেনি। এর আগে নবীর আরেক প্রেমিকা রুবিনার স্বামী আশরাফুল হককে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে আটক করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, নিহত নবী হোসেন পরস্ত্রী আসক্ত ছিল। কবিরাজী চিকিৎসার অন্তরালে মহিলাদের সঙ্গে দৈহিক সর্ম্পক গড়ে তোলার অভ্যাস ছিল নবী হোসেনের। মেয়েলি ঘটনায় নবী খুন হতে পারে কিনা, পুলিশ তা তদন্ত করছে। এ ছাড়া নবীকে ঘাতকরা খুন করে তার দেহ থেকে দুই হাত-পাসহ মস্তক আলাদা করে। পুলিশ বৃহস্পতিবার সকালে ভৈরবের জিল্লুর রহমান বেড়িবাঁধ এলাকায় হাত-পা ও মস্তকবিহীন নবীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে। আনারসের চারা ধ্বংসকারীদের বিচার দাবিতে রাঙ্গামাটিতে সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৭ ডিসেম্বর ॥ জেলার নানিয়ারচর উপজেলার বগাছগিড়ে বাঙালীদের ৪ লাখ আনারসের চারা কর্তনকারীদের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে শনিবার থেকে তিন দিনের সড়ক অবরোধ ডেকেছে। বাঙালীরা রাঙ্গামাটি ও খাগড়াছড়ির রাঙ্গামাটি-নানিয়ারচর সড়ক অবরোধ করে। সকাল থেকে ভূমি অধিকার আন্দোলন কমিটি নামে একটি সংগঠন এই সড়ক অবরোধের ডাক দেয়। গত সপ্তাহে পাহাড়িরা তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে এ সড়কে অবরোধ পালন করে। পাবিপ্রবিতে আইটিমেলা নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৭ ডিসেম্বর ॥ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় আইটিমেলা শনিবার উদ্বোধন করা হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল-নকীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু প্রমুখ।
×