ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গভীর কূপ থেকে শিশু উদ্ধারের কয়েকটি নজির

প্রকাশিত: ০৮:১৫, ২৭ ডিসেম্বর ২০১৪

গভীর কূপ থেকে শিশু উদ্ধারের  কয়েকটি  নজির

বিডিনিউজ জানায়, গভীর কূপ থেকে দুদিন পর শিশু উদ্ধারের নজির আছে। ’১৩ সালে ভারতের রাজস্থানে কারাউলি জেলার চারদাকালা গ্রামে ঘুড়ি ওড়াতে গিয়ে ছটু নামের নয় বছরের শিশু গভীর নলকূপে পড়ে যায়। ২শ’ ফুট গভীর ওই কূপের ১শ’ ফুট গভীরে আটকে ছিল ছটু। ২০ ঘণ্টা চেষ্টার পর ভারতীয় পুলিশ ও সেনাবাহিনী ছটুকে মৃত অবস্থায় উদ্ধার করে। এর আগে ২০০৮ সালে আগ্রার কাছের একটি গ্রামে দেড়শ ফুট গভীর কূপে পড়ে যায় দুই বছরের সোনুু। ৪ দিন পর ভারতীয় সেনাবাহিনী ওই কূপের পাশে আরেকটি কূপ খনন করে তাকে মৃত উদ্ধার করে। ২০০৬ সালে উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রের পাশে একটি গ্রামে ৬ বছর বয়সী প্রিন্স নামের এক শিশুকে ৬০ ফুট গভীর কূয়া থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছিল ভারতীয় সেনাবাহিনী।
×