ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এইচএসসিতে অতিরিক্ত ফী প্রতিবাদে বিক্ষোভ, ডিমলা মহিলা কলেজে ফরম ফিলাপ বন্ধ

প্রকাশিত: ০৫:০৬, ২৭ ডিসেম্বর ২০১৪

এইচএসসিতে অতিরিক্ত ফী প্রতিবাদে বিক্ষোভ, ডিমলা মহিলা কলেজে ফরম  ফিলাপ বন্ধ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়কে কেন্দ্র করে শিক্ষার্থীসহ অভিভাবকদের রোষানলে পড়েছে নীলফামারীর ডিমলা মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর দুইটা দিকে তারা কলেজ ঘেরাও করে বিক্ষোভসহ ফরম ফিলাপ বন্ধ করে দেয়। এমন কি এ ঘটনায় কলেজে ফরম ফিলাপে কর্মরর্তাদের ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। বিকাল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও নতুন করে ফরম ফিলাপ শুরু করা যায়নি। সূত্রমতে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের শেষ সময় ছিল ২৪ ডিসেম্বর । কিন্তু কলেজ কর্তৃপক্ষ ফরম ফিলাপ শুরু করে ২৩ ডিসেম্বর থেকে। ফলে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি থাকায় ২৬ ডিসেম্বর শুক্রবার বিশেষ ব্যবস্থায় কলেজ কর্তৃপক্ষ ফরম ফিলাম করছিল। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষের সঙ্গে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান, কলেজ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফরম ফিলাপে বিজ্ঞান বিভাগে ১৫০০ টাকা, মানবিক ও বাণিজ্য বিভাগে ১৩৮০ টাকা বেশি ধরা হয়েছে। তিনি বলেন, ২৮ ডিসেম্বরের মধ্যে ছাত্রীরা ফরম ফিলাপ করতে না পারলে আর পরীক্ষায় অংশ নিতে পারবে না।
×