ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এরদোগানকে অপমান করার দায়ে তুরস্কে কিশোর গ্রেফতার

প্রকাশিত: ০৪:৫১, ২৭ ডিসেম্বর ২০১৪

এরদোগানকে অপমান করার দায়ে তুরস্কে  কিশোর গ্রেফতার

তুরস্কের পুলিশ সেদেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অপমান করার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। মধ্য আনাতোলিয়ান শহর কোনিয়ায় এক ছাত্র সমাবেশে ক্ষমতাসীন একে পার্টির সমালোচনা করার পর কিশোরটিকে বুধবার গ্রেফতার করা হয়। খবর বিবিসির। কিশোরটি যদি দোষী সাব্যস্ত হয় তবে তাকে চার বছর কারাভোগ করতে হতে পারে। প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগুলু গ্রেফতার সম্পর্কে বলেন, প্রেসিডেন্টের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে। তুরস্কের দ-বিধি প্রেসিডেন্টের অপমানকে অপরাধ হিসেবে বিবেচনা করে। কিশোরটির বক্তব্য ভিডিও রেকর্ড করা হয় ও দোগান নিউজ এজেন্সি সরাসরি সম্প্রচার করে। সেখানে দেখা যায় কিশোরটি ১৯২০ সালে ইসলামপন্থীদের দ্বারা তুরস্কেও সৈন্য হত্যার কথা স্মরণ করিয়ে দেয়। সে আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলে। সে সাম্প্রতিক দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট এরদোগানের সমালোচনা করে ও তখন জনতা সেøাগান দেয় ‘সর্বত্র ঘুষ, সর্বত্র দুর্নীতি চলছে।’
×