ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদিতে আটক ২ নারী চালকের বিচার হবে সন্ত্রাস দমন আদালতে

প্রকাশিত: ০৪:৫১, ২৭ ডিসেম্বর ২০১৪

সৌদিতে আটক  ২ নারী চালকের  বিচার হবে সন্ত্রাস  দমন আদালতে

সৌদি আরবে গাড়ি চালানোর আইন অমান্য করায় আটক দুই নারীর মামলা সন্ত্রাসবিরোধী আদালতে নেয়া হচ্ছে। আইন অমান্য করে গাড়ি চালানোর দায়ে ওই দু’মহিলা লোওজেইন আল হাতলুল (২৫) ও মায়শা আল আমোদি (৩৩) প্রায় এক মাস আগে আটক হন। খবর বিবিসি অনলাইনের। মানবাধিকারকর্মীরা বলছেন, গাড়ি চালানো অপরাধের জন্য নয় আটক অবস্থায় এই দুই নারী সামাজিক যোগাযোগ সাইটগুলোতে যেসব মন্তব্য করেছেন এর জেরে তাদের মামলা সন্ত্রাসবিরোধী আদালতে নেয়া হচ্ছে। সৌদি আরবই বিশ্বের একমাত্র দেশ, সেখানে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ। সে দেশে একমাত্র পুরুষদেরই ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়। আর নারীরা গাড়ি চালালে তাদের জরিমানার মুখে পড়তে হয় এবং পুলিশের হাতে আটক হতে হয়।
×