ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় পশ্চিমবঙ্গের নাটক ‘অম্বা’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৪:৪২, ২৭ ডিসেম্বর ২০১৪

বগুড়ায় পশ্চিমবঙ্গের নাটক ‘অম্বা’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের শিউড়ীর শ্রী অরবিন্দ মিউজিক কলেজ প্রযোজিত ‘অম্বা’ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি পরিচালনা করেছেন রনজয় ব্যানার্জী ও নিবেদিতা লাহিড়ী। নাট্য ও সঙ্গীত রচনায় ছিলেন ডাঃ জগন্ময় বন্দোপাধ্যায়। মহাভারতের কাহিনী অবলম্বনে ‘অম্বা’ নাটকটি রচিত হয়েছে। অম্বা মহাভারতের এক অনন্য চরিত্র। গত সাত বছর ধরে বগুড়ার শ্রী অরবিন্দ সোস্যাল ডেভেলমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে ভারতের ওই দলটি বগুড়ায় বাংলাদেশ ভারত-মৈত্রীর সুসম্পর্ক গড়তে নাটক মঞ্চায়ন করে আসছে। এবার তারা নিয়ে আসে এমন এক নাটক যা নারী অধিকারের তেজস্বি^নী ভূমিকা পালনে অবদান রাখবে। এই অম্বা রাজা রাজাদের ভিড়ে সাধারণ কিন্তু উজ্জ্বল নারী। নাটকের পরিচালক রনজয় ব্যানার্জী বলেন, মহাবিশাল এই গ্রস্থ থেকে কয়েকটি পাতা ছিঁড়ে এনে এই নাটক তৈরি করা হয়েছে। নাটকে অম্বা ও শিখ-ী চরিত্রে অভিনয় করেছেন সুপর্না চ্যাটার্জী ঘোষাল, হোত্রবাহন ও পুরোহিত চরিত্রে জগস্ময় বন্দোপাধ্যায়, বিদর্ভরাজ ও বিদুর চরিত্রে মেহবুব হোসেন, কাঞ্চীকুমার ও দ্রোণাচার্য চরিত্রে মহাতাব হোসেন, ভীষ্ম চরিত্রে বিদ্যাপতি চক্রবর্তী, সত্যাবতী ও গঙ্গা চরিত্রে মধুমিতা চ্যটার্জী, ধৃত রাষ্ট্র চরিত্রে ড. মনোজ রায়। নাটকটি পরিবেশনের আগে শ্রী অরবিন্দ সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ডাঃ বিপুল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার অধিকারী বক্তব্য রাখেন। এরপর অরবিন্দ মিউজিক কলেজের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। ১ ঘণ্টা ১৫ মিনিটের এই নাট্যমঞ্চে আধুনিক শৈলী ও প্রযুক্তি ব্যবহার করা হয়। যা দর্শক শ্রোতাদের বাড়তি আনন্দ দেয়।
×