ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জামাল-বুসান ম্যাচের টিকেট অনলাইন ও বিকাশে

প্রকাশিত: ০৪:৩৭, ২৭ ডিসেম্বর ২০১৪

জামাল-বুসান ম্যাচের টিকেট অনলাইন ও বিকাশে

স্পোর্টস রিপোর্টার ॥ যদিও এটা শেখ জামালের সঙ্গে প্রীতি ম্যাচ (প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বুসান আই পার্ক), তবে ম্যাচ আয়োজনের দায়িত্ব পালন করছে বাফুফে। মঙ্গলবার থেকেই ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ২০টি ভ্যানে টিকেট বিক্রি শুরু করেছে। এ ম্যাচের টিকেটের মূল্য ধরা হয়েছে ৩০ ও ৬০ টাকা। প্রতিটি ম্যাচের টিকেটের সঙ্গে একটি করে ২০ টাকা মূল্যের বাফুফে লটারি ফ্রি দেয়া হবে। আজ খেলা উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ২, ৩, ৫, ৬, ১৩, ১৪, ১৮ ও ১৯ গেট বেলা ২টা থেকে খোলা থাকবে। প্রতিটি টিকেট কিনলেই সঙ্গে থাকছে বাফুফে লটারি ২০১৪ এর একটি টিকেট ফ্রি (প্রথম পুরস্কার ঢাকায় একটি ফ্ল্যাট অথবা নগদ ৩০ লাখ টাকাসহ অর্ধকোটি টাকার ১১৬৫টি পুরস্কার)। এই খেলার টিকেট পাওয়া যাচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে (মতিঝিল, কমলাপুর, মালিবাগ, শাহবাগ, আরমানিটোলা, সদরঘাট, বঙ্গবন্ধু এ্যাভিনিউ, ফকিরেরপুল, গোপীবাগ, যাত্রাবাড়ী ও অন্যান্য স্থানে) এছাড়াও বাফুফে ভবনে ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের টিকেট কাউন্টারে টিকেট পাওয়া যাবে। এছাড়াও অনলাইনে ক্রেডিট কার্ডে িি.িরসফযধশধ.পড়স ও বিকাশের মাধ্যমে ০১৭৭৫৮৮৭৭৪৪ টিকেট ক্রয় করা যাবে। সব মোবাইল ফোন অপারেটরসমূহ বাফুফের ২০ টাকা মূল্যমানের টিকেট এসএমএসের মাধ্যমে বিক্রয়ে এগিয়ে এসেছে। এ জন্য টিকেট কিনতে যে কোন মোবাইল থেকে নভভ লিখে ১৬৩২৯ নম্বরে পাঠিয়ে দিলে মুহূর্তেই ফিরতি গবংংধমবং-এর মাধ্যমে টিকেট নম্বারটি জানা যাবে।
×