ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে স্থানীয় পত্রিকা কার্যালয়ে হামলা, ভাংচুর

প্রকাশিত: ০৫:২৯, ২৬ ডিসেম্বর ২০১৪

রূপগঞ্জে স্থানীয়  পত্রিকা কার্যালয়ে হামলা, ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২৫ ডিসেম্বর ॥ রূপগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘আমাদের রূপগঞ্জ’ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পত্রিকার সম্পাদকসহ এক সাংবাদিককে পিটিয়ে আহত করে। গত বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, গত পাঁচ বছর যাবত তিনি রূপগঞ্জ থেকে সাপ্তাহিক ‘আমাদের রূপগঞ্জ’ নামে একটি পত্রিকা প্রকাশ করে যাচ্ছেন। গত ক’দিন যাবত স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত সুমন মজুমদারসহ তার সহযোগী শেখ সুমন, সোহেল, মাসুদ আলী ওরফে চিকন আলী পত্রিকা প্রকাশের জন্য প্রকাশ্যে এবং মোবাইল ফোনে সপ্তাহভিত্তিক ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছে। সন্ত্রাসীরা তাদের দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বুধবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে অফিসে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা অফিসের কম্পিউটার, ক্যামেরা ও আসবাবপত্র ভাংচুর করে। এতে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা পত্রিকার সম্পাদক হানিফ মোল্লা ও স্টাফ রিপোর্টার মেহেদী হাসান পারভেজকে পিটিয়ে আহত করে।
×