ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে নির্যাতিত গৃহবধূ তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার

প্রকাশিত: ০৫:২৬, ২৬ ডিসেম্বর ২০১৪

রাজশাহীতে নির্যাতিত গৃহবধূ তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাটে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূকে স্বামীর তালাবদ্ধ ঘর থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সঞ্জিতা (৩৪) নামের এ গৃহবধূকে বৃহস্পতিবার উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর মামা মোস্তাকিন আলী চারঘাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু জানান, নির্যাতিত গৃহবধূ পুঠিয়া উপজেলার জামিরা গ্রামের নূর হোসেনের মেয়ে। চারঘাটের মনোহরপুর গ্রামে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী আলম অমানুষিক নির্যাতন করে আসছিল। সর্বশেষ বুধবার রাতে নির্যাতনের পর ঘরে তালা দিয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় তাকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়।
×