ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্লার্ক মেলবোর্নে ধারাভাষ্যকার

প্রকাশিত: ০৫:১৭, ২৬ ডিসেম্বর ২০১৪

ক্লার্ক মেলবোর্নে ধারাভাষ্যকার

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাট হাতে মাইকেল ক্লার্কের থাকার কথা ছিল মাঠে। অথচ ভাগ্যের কী লেখন, ভারতের বিপক্ষে শুক্রবার শুরু হতে যাওয়া ‘বক্সিং ডে’ টেস্টে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ককে দেখা যাবে মাইক্রোফোন হাতে, মেলবোর্ন স্টেডিয়ামের ধারাভাষ্য কক্ষে। এ্যাডিলেডের প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিং চোটটা ফের মাথাচাড়া দিয়ে ওঠায় ক্লার্কের ক্যারিয়ার নিয়েই তৈরি হয়েছে সংশয়! বক্সিং ডে’তে তাই চ্যানেল-নাইনের ধারাভাষ্যকার প্যানেলে দেখা যাবে তাঁকে। যদিও বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছেন আধুনিক অস্ট্রেলিয়ার অন্যতম সফল এই ব্যাটসম্যান। ঘরের মাটিতে বিশ্বকাপের এগারোতম আসর বসবে ১৪ ফেব্রুয়ারি। ‘জানি না ঠিক কি হতে যাচ্ছে, তবে বিশ্বকাপে ফিরতে আশাবাদী আমি।’ বলেন তিনি।
×