ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোরিয়ান কর্মকর্তাদের স্বাগত জানাবেন সালাউদ্দিন

প্রকাশিত: ০৫:১৬, ২৬ ডিসেম্বর ২০১৪

কোরিয়ান কর্মকর্তাদের স্বাগত জানাবেন সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার দক্ষিণ কোরিয়ার ‘কে লীগ’ এর অন্যতম শক্তিশালী দল বুসান আই পার্কের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে শেখ জামাল ধানম-ি ক্লাব। ইতোমধ্যেই বুসান আই পার্কের খেলোয়াড়রা বাংলাদেশে এসে পৌঁছেছেন। আজ রাত ৮-২০ মিনিটে এমএইচ-১১২ ফ্লাইটযোগে প্রীতি ম্যাচ উপভোগ করার লক্ষ্যে বাংলাদেশে আসছেন কোরিয়ান ফুটবল এ্যাসোসিয়েশনের তিন উর্ধতন কর্মকর্তা। তারা হলেন- সভাপতি মং জিউ চুয়াং, সহ-সভাপতি ডং ডেই কিম এবং সভাপতির সহকারী সো ওহান এন। শুক্রবার বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কোরিয়ান ফুটবল এ্যাসোসিয়েশনের এই তিন উর্ধতন কর্মকর্তাকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিমানবন্দরে উপস্থিত থাকবেন সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি তাবিথ আউয়াল, সদস্য আমিরুল ইসলাম বাবু, মুহম্মদ মারুফ হাসান এবং সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও শেখ জামালের পক্ষে উপস্থিত থাকবেন সভাপতি মনজুর কাদেরসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
×