ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন শুরুর প্রত্যয় ইভানোভিচের

প্রকাশিত: ০৫:১১, ২৬ ডিসেম্বর ২০১৪

নতুন শুরুর প্রত্যয় ইভানোভিচের

স্পোর্টস রিপোর্টার ॥ অর্ধযুগ আগে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতেছিলেন আনা ইভানোভিচ। ক্যারিয়ারের শুরুতেই অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে ২০০৮ সালেই টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন তিনি। শুধু কোর্টের পারফর্মেন্সেই নয় বরং রূপে ও গুণেও বিশ্ব টেনিসের কোটি কোটি ভক্ত-অনুরাগীর হৃদয় জয় করেন তিনি। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি সার্বিয়ার এই টেনিস তারকা। যে কারণে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টেনিস র‌্যাঙ্কিংয়ের সেরা তিন তো দূরের কথা সেরা দশেও জায়গা মিলেনি তার। কিন্তু ২০১৪ সালটা সেই তুলনায় অনেক ভাল কেটেছে আনা ইভানোভিচের। বড় মঞ্চে সেরার পুরস্কার জিততে না পারলেও পুরো মৌসুম জুড়েই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। টেনিস র‌্যাঙ্কিংয়ের সেরা তারকা সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা এবং সিমোনা হ্যালেপের মতো খেলোয়াড়দের দিয়েছেন পরাজয়ের লজ্জা। তারই স্বীকৃতিস্বরূপ টেনিস র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে থেকে চলতি মৌসুম শেষ করেছেন তিনি। তাই নতুন মৌসুমে নতুন শুরুর প্রত্যয় ব্যক্তি করেছেন সাবেক নাম্বার ওয়ান এই তারকা। নতুন মৌসুমে গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিততে চান তিনি। এ বিষয়ে আনা ইভানোভিচ বলেন, ‘কোর্টে বৈচিত্র্যময় পারফর্মেন্সে আমি বিশ্বাস করি। আমি নিজের খেলাটাকে খেলতে খুব উপভোগ করি। আমি সত্যিই মনে করি কোর্টে যেভাবে পারফর্মেন্স করি তাতে শীর্ষস্থানটা দখল করতে পারি। একদা আমি এক নাম্বার ছিলাম। তাই আমি আবারও নিজের সেরাটা ঢেলে দিতে চাই। এ জন্য কঠোর অনুশীলনও করছি আমি। অবশ্যই আরও একটি গ্র্যান্ডসøাম জেতা আমার জীবনের দীর্ঘদিনের স্বপ্ন।’ বর্তমান টেনিস বিশ্বেও এসেছে বেশ পরিবর্তন। বিশেষ করে প্রমীলাদের টেনিসে। এখন আরও প্রতিযোগিতার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বেড়েছে গতিও। তাই আনা ইভানোভিচ মনে করেন এখনকার চ্যালেঞ্জটা আগের চেয়ে আরও কঠিন। এ বিষয়ে আনা ইভানোভিচ বলেন, ‘আমি মনে করি সারা বছরের প্রেক্ষাপটেই বর্তমান টেনিসের পরিবর্তন এসেছে। ২০০৮ সালে যেমন ছিল বর্তমান প্রতিযোগিতা তার চেয়েও বেড়েছে। এটা খুব কঠিন পথ। গত কয়েক মৌসুম ধরেই এখানে নিজেকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছি। ২০১৫ সালে গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে আরও বেশি পারফর্মেন্স করাই আমার মূল লক্ষ্য। আর এর পেছনে আমাকে বেশি অনুপ্রেরণা দিচ্ছে টেনিস র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে থেকে মৌসুম শেষ করতে পেরে। সত্যিই বিশ্বাস করি যে আমি তা পারব। আর এটাই গ্র্যান্ডসøাম জেতার ক্ষেত্রে আমার মূল শক্তি।’
×