ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবচেয়ে ছোট গাড়ি...

প্রকাশিত: ০৪:৫৬, ২৬ ডিসেম্বর ২০১৪

সবচেয়ে ছোট গাড়ি...

খেলনার মতো দেখতে গাড়ি যে অটোমোবাইল হতে পারে তা কে ভেবেছে ! দেখতে খেলনা গাড়ির মতো হলেও তবে কাজ করে অটোমোবাইলের মতো। তেমনি একটি গাড়ি উদ্ভাবন করেছেন চীনের সাংহাইয়ের জু ঝিউন (৬০)। গাড়িটিতে একটি পেট্রোল ইঞ্জিন, ব্রেক, গিয়ারবক্স, লাইট, হর্ন, সাউন্ড সিস্টেম ও এসকেলেটরের ব্যবস্থাও রয়েছে। তৈরি করতে খরচ পড়েছে ২৪৪ মার্কিন ডলার ( ১৫৫ পাউন্ড) বা ১৫০০ ইউয়ান। এটি দৈর্ঘ্যে ৬০ (২৩ ইঞ্চি), প্রস্থে ৩৫ (১৩ ইঞ্চি) ও উচ্চতায় ৪০ (১৫ ইঞ্চি) সেন্টিমিটার। এটি তৈরি করতে সময় লাগে দু’বছর। গাড়িটি ঘণ্টায় ২০ মাইল বেগে চলতে সক্ষম। - মিরর, ডেইলি মেইল ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস
×