ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হংকংয়ের রাস্তায় কোটি ডলার!

প্রকাশিত: ০৪:৫৫, ২৬ ডিসেম্বর ২০১৪

হংকংয়ের রাস্তায় কোটি ডলার!

৫২ কোটি ৫০ লাখ হংকং ডলার বহনকারী একটি ভ্যান দুর্ঘটনার শিকার হয়ে অর্থ ছড়িয়ে পড়লে আশপাশের মানুষরা তা লুটে নেয়। হংকংয়ের ওই অর্থের মান ৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ। বুধবার দুপুরে হংকং দ্বীপের ওয়ান চাই এলাকার ব্যস্ততম একটি প্রধান সড়কে এ ঘটনা ঘটে। খবর বিবিসি। এসব অর্থ ফেরত দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে হংকং পুলিশ। দুর্ঘটনার পর ৪৫ লাখ ইউএস ডলারের সমপরিমাণ ৩ কোটি ৫ লাখ হংকং ডলার রাস্তায় ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ আসার আগেই কয়েক ডজন লোক সেই অর্থ কুড়িয়ে পকেটে ভরে নিয়ে চলে যায়। রাস্তায় গাড়ি ফেলে রেখে লোকজন টাকা লুটের জন্য ব্যস্ত হয়ে পড়লে সড়কটিতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাস্তা থেকে প্রায় ২ কোটি হংকং ডলার উদ্ধার করে পুলিশ। অর্থ ফেরত দেয়ার আহ্বান জানিয়ে ফেরত না দিলে তা ‘অতি গুরুতর অপরাধ’ হিসেবে গণ্য করা হবে বলে সতর্ক করেছে পুলিশ।
×