ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছুটির দিনে ব্যাংকের নিরাপত্তা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

প্রকাশিত: ০৪:৪৯, ২৬ ডিসেম্বর ২০১৪

ছুটির দিনে ব্যাংকের নিরাপত্তা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী বিশেষ ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সিনিয়র স্বরাষ্ট্র সচিব বরাবর এ চিঠি দেয়া হয়। চিঠিতে বলা হয়, ২৫ ডিসেম্বর বড়দিনের সরকারী ছুটি ও আগামী ৪ জানুয়ারি পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটির দিন এবং এ দুই ছুটির সঙ্গে সংযুক্ত দুই দিন সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হলো। এ ছাড়া মহাপুলিশ পরিদর্শক, মহাপরিচালক র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এবং বাংলাদেশ ব্যাংক গবর্নরসহ রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসিক ব্যাংক ও বিডিবিএল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
×