ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সান্তাক্লজ যখন হাতি...

প্রকাশিত: ০৫:২৩, ২৫ ডিসেম্বর ২০১৪

সান্তাক্লজ যখন হাতি...

খ্রীস্টান ধর্মের প্রধান উৎসব বড়দিন আজ। থাইল্যান্ডের লোকেরা যেন একটু আলাদা ঢঙে দিনটি পালন করছে। বুধবার আয়ুত্থায়া প্রদেশে একটি স্কুলে স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতিকে তারা সান্তাক্লজ সাজিয়ে রাস্তায় নামায়। এই হাতি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে খেলায় মেতে ওঠে। থাইল্যান্ডের ঐতিহ্যের সঙ্গে হাতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে নানা কারণে এটি এখন বিলুপ্তির পথে। ব্যাঙ্ককের স্থানীয় লোকেরা বিষয়টি উপভোগ করে। এ সময় অনেকেই সান্তাক্লজ হাতিকে নানা উপহার দেয়। আর হাতির সঙ্গে থাকা মাহুত শিশুদের চকোলেট উপহার দেয়। বিষয়টি উপস্থিতদের মধ্যে আনন্দের খোরাক জোগায় -এএফপি
×