ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুহৃদের চেয়ারম্যান ও এমডি জটিলতা খতিয়ে দেখছে ডিএসই

প্রকাশিত: ০৫:০৪, ২৫ ডিসেম্বর ২০১৪

সুহৃদের চেয়ারম্যান ও এমডি জটিলতা খতিয়ে  দেখছে ডিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ সুহৃদ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের দাবিদার দুই পক্ষ নিয়ে বিদ্যমান জটিলতা নিরসনে তা খতিয়ে দেখা বা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তাই ইজিএম ও এজিএম নিয়ে সুহৃদ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনিস আহমেদ ও এমডি জাহেদুল হকের স্থগিতের ঘোষণা এবং নতুন পর্ষদের চেয়ারম্যান তুহিন রেজা ও এমডি ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসানের সুষ্ঠুভাবে সম্পন্নের ঘোষণা পর্যবেক্ষণ করবে ডিএসই। বুধবার বিকেলে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত ২০ ডিসেম্বর সুহৃদ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনিস আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হক ডিএসইকে জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। যা পরবর্তী দিন অর্থাৎ ২১ ডিসেম্বর ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অপর দিকে শেয়ারহোল্ডারদের সম্মতিতে গত ২০ ডিসেম্বর সুহৃদ ইন্ডাস্ট্রিজের ইজিএম ও এজিএম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি জানিয়েছে নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তুহিন রেজা ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান। এ লক্ষ্যে নতুন পর্ষদ ইতোমধ্যে অনুষ্ঠিত ইজিএম ও এজিএমের যাবতীয় তথ্য ও ভিডিও চিত্র ডিএসইতে দাখিল করেছে।
×