ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্মিত হলো শর্ট ফিল্ম ‘শিশু পাচার’

প্রকাশিত: ০৫:০১, ২৫ ডিসেম্বর ২০১৪

নির্মিত হলো শর্ট ফিল্ম ‘শিশু পাচার’

স্টাফ রিপোর্টার ॥ শিশু পাচার বর্তমান সমাজের একটি নিত্য নৈমত্তিক ব্যাপার। আদরের শিশু এবং বাচ্চাদের অপহরণের মতো লোমহর্ষক ঘটনা প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে। এ ধরনের ঘটনার প্রেক্ষাপটে সম্প্রতি নির্মিত হয়েছে শর্ট ফিল্ম ‘শিশু পাচার’। শর্ট ফিল্মের কাহিনী লিখেছেন মৃত্যুঞ্জয় উচ্ছ্বাস। পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মাসুদ। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে ‘শিশু পাচার’ শর্ট ফিল্মের শূটিং সম্পন্ন হয়েছে। ডুয়েট ডট কমিউনিকেশনের ব্যানারে নির্মিত এই শর্ট ফিল্মের মূল চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী সোহান। এছাড়া আরও অভিনয় করেছেন রাজ্য, কানিজ, রওশন জাহান রোশনী, নয়ন, এসএ কবির, আমির লিটন, সোহেল প্রমুখ। শর্ট ফিল্মে দেখানো হয়েছে সমাজের বিভিন্ন পেশার মানুষের চালচলন এবং শিশু পাচারের নানা কৌশল। শিশু পাচারের একটি চমৎকার গল্প তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্মের মাধ্যমে। যা অনেকটা শিক্ষণীয় বলে মনে করেন শর্ট ফিল্মের পরিচালক সাইফুল ইসলাম মাসুদ। শর্ট ফিল্মটি অতি শীঘ্রই কোন চ্যানেলে প্রচার হবে। তবে তার আগে একটি এনজিওর উদ্যোগে দেশব্যাপী প্রজেক্টরের মাধ্যমে স্কুল-কলেজে শর্ট ফিল্মটি দেখানো হবে বলে জানিয়েছেন পরিচালক।
×