ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস কুস্তি সমাপ্ত

প্রকাশিত: ০৪:৫৫, ২৫ ডিসেম্বর ২০১৪

বিজয় দিবস কুস্তি সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহিলা বিভাগে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে আনসার ও পুলিশ। বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন দল বিজিবি পেয়েছে ৬ স্বর্ণ, ১ রৌপ্য ও ১ ব্রোঞ্জসহ মোট ৮টি পদক। রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী লাভ করে ১ স্বর্ণ, ৩ রৌপ্য ও ৪ ব্রোঞ্জসহ মোট ৮টি পদক। তৃতীয় হয়েছে বাংলাদেশ আনসার। তারা পেয়েছে স্বর্ণ ১ ও ২ রৌপ্যসহ মোট ৩টি পদক। মহিলা বিভাগে যৌথভাবে চ্যাম্পিয়ন দল বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ উভয় দলই পেয়েছে ৪ স্বর্ণ ও ৪ রৌপ্যসহ মোট ৮টি পদক। উল্লেখ্য, মহিলা বিভাগে শুধু এই দুটি দল অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মানু। উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, সহসভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদস। এবারের প্রতিযোগিতায় আনসার, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী এই ৪টি সার্ভিসেস দল থেকে পুরুষ ও মহিলা বিভাগে ৮টি করে মোট ১৬টি ওজন শ্রেণীতে সর্বমোট ৪০ কুস্তিগীর অংশগ্রহণ করেন।
×