ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেলবোর্নে খেলবেন সাকিব

প্রকাশিত: ০৪:৫৪, ২৫ ডিসেম্বর ২০১৪

মেলবোর্নে খেলবেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাডিলেড স্ট্রাইকার্সে না মেলবোর্ন রেনিগেডসে, কোন দলের হয়ে এবার অস্ট্রেলিয়ায় বিগব্যাশ টি২০ ক্রিকেট লীগে খেলবেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ শেষ হতেই সাকিবকে যে বিদেশে লীগ খেলারও অনুমতি দেয়া হলো, সেদিন থেকেই এ জল্পনা-কল্পনা চলেছে। সাকিব এতদিন বিষয়টি নিশ্চিত করতে পারছিলেন না। চুক্তিই যে হয়নি। অবশেষে সাকিবের দল নিশ্চিত হয়েছে। মেলবোর্ন রেনিগেডসেই যে খেলছেন, সাকিব নিজেই তা নিশ্চিত করে দিয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবারও মাতাবেন বিগব্যাশ। গত মৌসুমে এ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেললেও এবার খেলবেন মেলবোর্ন রেনিগেডসের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাওয়ায় বিগব্যাশে খেলছেন না। রাসেলের পরিবর্তেই মেলবোর্নে রেনিগেডসে সাকিবের স্থান পাকাপোক্ত হয়েছে। কোন কিছুই চূড়ান্ত হচ্ছিল না। তাই সাকিব কিছুই জানাতে পারছিলেন না। শুধু বলে গেছেন, ‘দ্রুতই সবকিছু জানতে পারবেন। দল চূড়ান্ত হয়ে গেলে নিজেই সবাইকে জানিয়ে দেব।’ সব চূড়ান্ত হওয়ার পর বুধবার সাকিব নিজেই তাঁর ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘জানি, এ খবরটির জন্যই আপনাদের অপেক্ষায় রেখেছিলাম। হ্যাঁ, নিশ্চিত হয়েছে আমার দল। আমি খেলব মেলবোর্ন রেনেগেডসের হয়ে। শীঘ্রই তাদের সঙ্গে যোগ দিতে অধীর হয়ে আছি, যেমনটা আপনারা অধীর হয়ে আছেন আমার জন্য। বিশ্বকাপের আগে এটা আমার জন্য অনেক বড় প্রস্তুতি। যাতে ভাল পারফর্ম করতে পারি, আমার জন্য দোয়া করবেন। সবার সমর্থনের জন্য ধন্যবাদ।’ শুধু সাকিবই নন, খবরটি নিশ্চিত করেছে মেলবোর্ন রেনিগেডসও। দলটির অফিসিয়াল ওয়েবসাইটেও জানিয়ে দেয়া হয়েছে, ‘আইসিসির শীর্ষ টি২০ অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান বিগ ব্যাশের দ্বিতীয়ার্ধে খেলতে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি বিগ ব্যাশে শেষ চারটি ম্যাচের ( মেলবোর্ন রেনিগেডসের) জন্য দলে থাকবেন।’ দলটির প্রধান কোচ সিমন হেলমোট সাকিবকে পেয়ে যেন উল্লসিত। প্রশংসায় পঞ্চমুখ হেলমোট। জানিয়েছেন, ‘জানুয়ারিতে আমাদের দলের জন্য সাকিব যথার্থ। দলে তাকে পেতে আমরা উন্মুখ। তার প্রচুর অভিজ্ঞতা আছে। চাপের মধ্যেও মাথা ঠা-া রাখতে পারে।’ দেশে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে সুপার লীগের খেলা। সাকিবের দল লিজেন্ডস অব রূপগঞ্জও শিরোপা জেতার আশায় আছে। এ মুহূর্তে সাকিবও সুপারলীগ খেলছেন। সুপারলীগ শেষেই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন। ৭ জানুয়ারি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। এমন দিনে সাকিব অস্ট্রেলিয়ায় বিগব্যাশে খেলতে নামবেন। সেদিনই হয়ত হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে মেলবোর্ন রেনিগেডসের এ্যাওয়ে ম্যাচটিতে খেলতে নামবেন সাকিব। শুরু হয়ে যাবে বিগব্যাশে সাকিবের দ্বিতীয় পর্ব। সুপারলীগ শেষ হবে ৪ জানুয়ারি। লীগও শেষ হয়ে যাবে সেদিন। লীগ শেষ হতেই সাকিব উড়াল দেবেন অস্ট্রেলিয়ায়। বিগব্যাশে খেলে সাকিব অস্ট্রেলিয়াতেই থেকে যাবেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ায় যাবে। বিগব্যাশ শেষে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। দ্রুত অস্ট্রেলিয়াতে যাওয়ায় সাকিবের অভিজ্ঞতা বাড়বে। অস্ট্রেলিয়ার কন্ডিশন, উইকেটের সঙ্গে ভালই পরিচিত হয়ে যাবেন। যা দলের জন্যই উপকারে আসবে। সেজন্যই সাকিব বলেছেন, ‘বিশ্বকাপের আগে মেলবোর্ন রেনিগেডসের হয়ে খেলব।
×