ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে হুমকিতে মেঘনার তীর সংরক্ষণ বাঁধ

প্রকাশিত: ০৫:০৯, ২৪ ডিসেম্বর ২০১৪

বরিশালে হুমকিতে মেঘনার তীর সংরক্ষণ বাঁধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার সীমান্তবর্তী সাওড়া সৈয়দখালী এলাকার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নে ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেঘনার তীর সংরক্ষণ বাঁধ। অভিযোগ উঠেছে, হিজলা উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে একটি প্রভাবশালী মহল ওই নদীতে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। বালু উত্তোলন করে কতিপয় প্রভাবশালী কোটিপতি বনে গেলেও সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। ওই অঞ্চলের কয়েক হাজার মানুষকে রক্ষা করার জন্য সরকারীভাবে চলতি বছর ২৪ কোটি টাকার বরাদ্দ দিয়ে তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয়। বালু উত্তোলনের ফলে ওই বাঁধে এখন বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সংরক্ষণ বাঁধ নির্মাণের জন্য যেখানে সাংসদ পংকজ নাথ, কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরী, কবি আসাদ চৌধুরী, ঢাকা মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদসহ অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখানে বালু উত্তোলনের ফলে বাঁধটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
×