ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটুয়াখালী-কুয়াকাটা সড়কে ১৩ দিন বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০৫:০৮, ২৪ ডিসেম্বর ২০১৪

পটুয়াখালী-কুয়াকাটা সড়কে ১৩ দিন বাস  চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৩ ডিসেম্বর ॥ পটুয়াখালীর সঙ্গে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সড়ক পথে সরাসরি বাস চলাচল গত ১৩ দিন ধরে বন্ধ রয়েছে। পটুয়াখালী-বরগুনা জেলার বাস-মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। উভয়পক্ষ একে অপরকে দোষারূপ করার মধ্য দিয়ে পার হয়েছে ১৩ দিন। মালিক সমিতির দ্বন্দ্বের কারণে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। তিন বার গাড়ি বদল করতে গিয়ে গন্তব্যে পৌঁছতে সময়ও লাগছে বেশি। এই অবস্থায় কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকসহ সাধারণ যাত্রীরা পোহাচ্ছে চরম দুর্ভোগ। খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসগুলো চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে আসছিল পটুয়াখালী বাস মিনিবাস মালিত সমিতি। কিন্তু হঠাৎ করে গত ১১ ডিসেম্বর থেকে দুই জেলায় সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে পটুয়াখালী মালিক সমিতির বাসগুলো দুই জেলার সীমান্তবর্তী বরগুনা জেলার আমতলীর শাখারিয়া এলাকা পর্যন্ত চলাচল করছে।
×