ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে জাতীয় স্কুল ক্রীড়া

প্রকাশিত: ০৫:০২, ২৪ ডিসেম্বর ২০১৪

মুন্সীগঞ্জে জাতীয় স্কুল ক্রীড়া

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের মাঠে মঙ্গল বার ৪৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসার উপজেলা পর্যায়ের চূড়ান্ত ক্রীড়া আসর বসে ছিল। এতে শ্রীনগর উপজেলার ১৭ শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ক্রীড়াবিদ অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী, ইউএনও শাহানারা বেগম, ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানার বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক প্রমুখ। সদরপুর ও বোয়ালমারীর শিরোপা জয় নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ ফরিদপুরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে শেষ হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আবদুর রশিদ। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান। সমাপনী দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপে বোয়ালমারী উপজেলার ময়না সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইবেকারে ৩-২ গোলে সদরপুরের ভাষানচর সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে এবং বঙ্গমাতা গোল্ডকাপে সদরপুরের দক্ষিণ চর নাসিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে ভাঙ্গার তুজারপুর পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে জেলার শিরোপা লাভ করে। ইয়াং টাইগার ক্রিকেট টুর্নামেন্ট শুরু সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মঙ্গলবার থেকে মাগুরায় শুরু হয়েছে ইয়াং টাইগার অনুর্ধ-১৪ বিভাগীয় ক্রিকেট টুর্নমেন্ট। বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমান। ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মোঃ রানা আমীর ওসমান রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আলহাজ মকবুল হাসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেট বোডের প্রতিনিধি সাদ্দাম হোসেন গোর্কী। টুর্নামেন্টে খুলনা, মেহরপুর, যশোর, কুষ্টিয়া দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় খুলনা ৯ উইকেটে মেহেরপুর দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে মেহেরপুর দল করে ৫৪ রান, জবাবে খুলনা এক উইকেট হারিয়ে জয়সুচক ৫৫ রান করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করেছে।
×