ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এমআইএসটিতে বিডি জবস ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভাল শুরু

প্রকাশিত: ০৪:৫৫, ২৪ ডিসেম্বর ২০১৪

এমআইএসটিতে বিডি জবস ক্যাম্পাস ক্যারিয়ার  ফেস্টিভাল শুরু

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) মঙ্গলবার বিডি জবস ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভাল-২০১৫ শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে কমান্ড্যান্ট, এমআইএসটি মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার, এইচডিএমসি, পিএসসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. কামাল আবদুল নাসের চৌধুরী বিডি জবসের সিইও এ.কে.এম ফাহিম মাশরুরকে এমআইএসটি ক্যারিয়ার/জব ফেয়ার আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এমআইএসটি আন্ডার গ্রাজুয়েট/ গ্রাজুয়েট পর্যায়ে শিক্ষা প্রদানের পাশাপাশি চাকরির ক্ষেত্রে প্রতিটি গ্রাজুয়েটের যথাযথ অবস্থান প্রাপ্তিতেও সহায়তা প্রদান করে। প্রতিষ্ঠার ১৫ বছরের মধ্যে এমআইএসটি কারিগরি শিক্ষার ক্ষেত্রে দেশের অন্যতম সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এ পর্যন্ত সাত শ’ সামরিক, ১২ শ’ ৯৯ বেসামরিক ও পাঁচ বিদেশীসহ সর্বমোট দুই হাজার ৪ শিক্ষার্থী প্রতিষ্ঠানটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল ইলেকট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং এমবিএ ডিগ্রী অর্জন করেছে। -আইএসপিআর
×