ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘নিখোঁজ মালয়েশীয় বিমান মার্কিন গুলিতে বিধ্বস্ত’

প্রকাশিত: ০৪:২৬, ২৪ ডিসেম্বর ২০১৪

‘নিখোঁজ মালয়েশীয় বিমান মার্কিন গুলিতে বিধ্বস্ত’

রহস্যজনকভাবে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান এমএইচ৩৭০ মার্কিন গুলিতে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য পরস্পরবিরোধী নানা তত্ত্ব প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন ফরাসী এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী মার্ক ডুগেইন। -ওয়েবসাইট মালয়েশিয়া এয়ারলাইন্সের চীনগামী বোয়িং-৭৭৭ বিমানটি গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে ২৩৯ আরোহী নিয়ে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর কয়েকটি দেশ সম্মিলিতভাবে নজিরবিহীন অনুসন্ধান তৎপরতা শুরু করলেও এ পর্যন্ত বিমানটি সম্পর্কে কোন তথ্যই পাওয়া যায়নি। ফরাসী সাপ্তাহিক প্যারিস ম্যাচে প্রকাশিত ছয় পৃষ্ঠার এক নিবন্ধে মার্ক ডুগেইন বলেন, ‘বোয়িং-৭৭৭ বিমানটিতে সমস্যা দেখা দেয়ায় এটি ভারত মহাসাগরে মার্কিন ঘাঁটি দিয়াগো গার্সিয়ার দিকে এগিয়ে যায়। কিন্তু ৯/১১’এর মতো যাত্রীবাহী বিমান নিয়ে হামলা করা হচ্ছে মনে করে মার্কিন বাহিনী গুলি করে বিমানটিকে ভূপাতিত করে।’ নিজ বক্তব্যের সমর্থনে যুক্তি দিতে যেয়ে মার্ক ডুগেইন লিখেছেন, ‘দিয়াগো গার্সিয়ার ঘাঁটিটি অত্যন্ত শক্তিশালী সামরিক ঘাঁটি। বিস্ময়কর ব্যাপার হলো, মালয়েশিয়ার বিমানটির কোন যোগসূত্রই পায়নি এ ঘাঁটি। তাতে ষড়যন্ত্র তত্ত্বের দোহাই না দিয়েও বলা যায়, মার্কিনীরাই হয়ত এ বিমানকে ভূপাতিত করেছে।’ তিনি আরও বলেন, দিয়াগো গার্সিয়ার থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে মালদ্বীপ অবস্থিত এবং এটিই সবচেয়ে কাছের দ্বীপপুঞ্জ। মালদ্বীপের অনেকেই নিচু দিয়ে বিশাল বিমান উড়ে যেতে দেখেছেন এবং এ বিমান মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রতীক ছিল।
×