ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৫:৩৪, ২৩ ডিসেম্বর ২০১৪

এস এস সি পরীক্ষার পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২২. এজোটের অন্যতম নির্বাচনী কর্মসূচি ছিল- র) বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি রর) ২১ শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা ররর) পাটশিল্প জাতীয়করণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র, রর ও ররর গ) র ও ররর ঘ) রর ও ররর ২৩. যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কী ছিল? ক) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার দাবি খ) বিনা ক্ষতি পূরণে জমিদারি প্রথা উচ্ছেদ গ) মুসলিমদের মধ্যে জমিদারি প্রথা বন্টন ঘ) রাজবন্দীদের মুক্তিদান ২৪. যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার সময় বাস্তবায়িত হয় র) পূর্ব- বাংলার স্বায়ত্তশাসন রর) ২১ শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা ররর) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৫. শেখ মুজিবুর রহমান ছয় দফা কোন শহরে পেশ করেছিলেন। ক) করাচি খ) রাওয়ালপিন্ডি গ) পেশোয়ার ঘ) লাহোর ২৬. পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে এগিয়েছিল- র) প্রাথমিক শিক্ষায় রর) মাধ্যমিক শিক্ষায় ররর) উচ্চতর শিক্ষায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৭. ১৯৭০ সালের কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়? ক) ৭ ডিসেম্বর খ) ৮ ডিসেম্বর গ) ৯ ডিসেম্বর ঘ) ১০ ডিসেম্বর ২৮.গণঅভ্যুত্থানে যুক্ত হতে গিয়ে শহিদ হন- র) মওলানা ভাসানী রর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ ররর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শাসসুজ্জোহা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর নিচের অুনচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও : মিশরীয় স্বৈরশাসকদের নির্যাতন নিষ্পেষনে অতিষ্ঠ হয়ে মিশরীয় জনগণ স্বৈরশাসকদের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে। প্রতিবাদ এক সময় রাজতান্ত্রিক স্বৈরশাসকদের পতন ঘটায় ফলে মিশরে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়। ২৯.উদ্দীপকের মিশরীয় ঘটনাটির সাথে বাংলার ইতিহাসের কোন ঘটনাটি সামঞ্জস্যপূর্ণ? ক) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের খ) ভাষা আন্দোলন গ) ছয় দফা দাবি ঘ) এগার দফা দাবি ৩০. মিশরীয় জনগণের প্রতিবাদের সাথে বাংলার ইতিহাসের সংশ্লিষ্ট ঘটনাটিতে বাংলার জনগণের সামঞ্জ্যপূর্ণ প্রতিবাদ ছিল-
×