ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৩৩, ২৩ ডিসেম্বর ২০১৪

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

বহু নির্বাচনী প্রশ্ন প্রথম অধ্যায় পৌরনীতির অন্তসার ১। পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান? ক) রাজনৈতিক খ) অর্থনৈতিক গ) সামাজিক ঘ) সাংস্কৃতিক ২। সুখি ও সুন্দর জীবন যাপনের জন্য প্রয়োজনীয় জ্ঞান দান করে- ক) সমাজ বিজ্ঞান খ) নীতি শাস্ত্র গ) পৌরনীতি ঘ) ইতিহাস ৩। পৌরনীতি কোন ধরনের প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে? ক) রাজনৈতিক খ) সাংস্কৃতিক গ) আর্থনৈতিক ঘ) ধর্মীয় ৪। পৌরনীতির ইংরেজী প্রতিশব্দ কী? ক) পরারপং খ) পরারং গ) পরারবং ঘ) পরারঃধং ৫। পরারপং শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? ক) ইংরেজী খ) ল্যাটিন গ) গ্রীক ঘ) আরবি ৬। ‘নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে, তাই পৌরনীতি’ উক্তিটি কার ক) প্লেটো খ) এরিস্টটল গ) ই. এম হোয়াইট ঘ) এফ আই গ্লাউড ৭। সিভিস (পরারং) ও সিভিটাস (পরারঃধং) কোন ভাষার শব্দ? ক) গ্রীক খ) ল্যাটিন গ) ফরাসি ঘ) স্পানিশ ৮। প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র বিদ্যমান ছিল? ক) মিশর খ) গ্রিস গ) চীন ঘ) ল্যাটিন আমেরিকায় নিচের অনুচ্ছেদ পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও মি ‘ক’ নিয়মিত কর পরিষোধ করেন। দেশ ও জাতির প্রতি তার দায়িত্ব পালন করেন। নির্বাচনে নিয়মিত ভোট প্রদানের কথা ভুলেন না। ৯। উদ্দীপক অনুসারে মি ‘ক’ পৌরনীতির কোন জ্ঞান টিকে কাজে লাগিয়েছেন? ক) সামাজিক পরিবর্তন খ) নাগরিকের অধিকারও গ) সংবিধান ঘ) রাষ্ট্র ১০। ভোটা দেয়া মি ‘ক’ এর কোন ধরনের অধিকার? ক) রাজনৈতিক খ) সামাজিক গ) অর্থনৈতিক ঘ) মৌলিক ১১। নাগরিকতার স্থানীয় রূপের সাথে কোন প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট ও জড়িত? ক) আইন সভা খ) মন্ত্রিসভা গ) রাজনৈতিক দল ঘ) ইউনিয়ন পরিষদ ১২। পৌরনীতি পাঠে বৃদ্ধি পায় নাগরিকের র) বিবেক রর) বুদ্ধি ররর) কর্তব্যবোধ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৩। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি? ক) পৌরনীতি খ) অর্থনীতি গ) ইতিহাস ঘ) সমাজ বিজ্ঞান ১৪। কেন পৌরনীত পড়তে হবে? র) নেতা হওয়ার জন্য রর) অধিকার ও কর্তব্য সম্পর্কে ‘জানার জন্য’ ররর) স্বাধীনতা অর্জনের জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) র, রর ও ররর ১৫। পৌরনীতি পাঠ করলে মানুষের মন থেকে কী ধূর হয়? র) কুসংস্কার রর) উদারতা ররর) সাম্পদায়িকতা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) রর ও ররর ১৬। উৎপত্তিগত দিক থেকে পৌরনীতির সাথে কোন্ বিষয়ের সম্পর্ক সর্বাপেক্ষা কাছাকাছি বা ঘনিষ্ঠতর? ক) অর্থনীতি খ) ইতিহাস গ) রাষ্ট্রবিজ্ঞান ঘ) সমাজ বিজ্ঞান
×