ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির আজমীরে খাজা মাঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত

প্রকাশিত: ০৬:৫২, ২২ ডিসেম্বর ২০১৪

রাষ্ট্রপতির আজমীরে খাজা মাঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত

বাসস জানায়, রাষ্ট্রপতি আবদুল হামিদ রবিবার রাজস্থানের আজমীরে আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক খাজা মাঈনউদ্দিন চিশতির (র) দরগা শরীফ জিয়ারত করেছেন। রাষ্ট্রপতি হেলিকপ্টারে আজমীর এসে পৌঁছলে সিটি মেয়র কামাল বাকোলিয়া তাঁকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি জিয়ারতকালে দেশের জন্য শান্তি, অগ্রগতি ও সম"দ্ধি কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি দরগা কর্ত"পক্ষের কাছে গিলাপ প্রদান করে। রাষ্ট্রপতি জয়পুর থেকে ১৩৫ কিমি পশ্চিমে এই আউলিয়ার দরগার বিভিন্ন দিক ঘুরে দেখেন। মূল দরগাটির অবস্থান তারাগড় পর্বতের পাদদেশে। প্রতিদিন প্রায় এক লাখ ২৫ হাজার তীর্থযাত্রী সফরে আসেন। মাঈনুদ্দিন চিশতি (র) ১১৪১ সালে জন্মগ্রহণ করেন এবং ১২৩৬ সালে মারা গেছেন, রাষ্ট্রপতি পরে জয়পুরের আম্বর ফোর্ট পরিদর্শন করেন। ১৫৯২ সালে আম্বর ফোর্ট প্রতিষ্ঠা করেন রাজা মানসিং-১। মানসিং ছিলেন সম্রাট আকবরের প্রথম সেনাপতি। আকবর তাকে রাজসভায় ‘নবরত্ন’ নিযুক্ত করেছিলেন। এর আগে রাষ্ট্রপতি এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করে আগ্রা থেকে জয়পুর যান।
×