ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি-জামায়াতের কোন অরাজকতা সহ্য করা হবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৬, ২২ ডিসেম্বর ২০১৪

বিএনপি-জামায়াতের কোন অরাজকতা  সহ্য করা হবে না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ৫ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তিতে বিএনপি-জামায়াত কোন অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করলে তা কঠোর হাতে দমন করা হবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আর কোন অরাজকতা সহ্য করা হবে না। ২০ দলীয় জোট গণতন্ত্রবিরোধী কোন কর্মসূচী দিলে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে। আওয়ামী লীগসহ ১৪ দলের পক্ষ থেকে আগামী ৫ জানুয়ারি দেশে গণতন্ত্র রক্ষা দিবস পালন করা হবে। তিনি রবিবার দুপুরে সিরাজগঞ্জে জেলা আইনশৃঙ্খলা ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন। এ সময় সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, এ্যাডভোকেট বিমল কুমার দাস, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্র্রি’র সভাপতি সৈয়দ আবদুর রউফ মুক্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা কাজীপুর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত শহীদ এম মনসুর আলী স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন অবধারিত ছিল। এ নির্বাচন না হলে দেশে সামরিক শাসন জারি হতো। গণতন্ত্র, জাতীয় সংসদ ও উন্নয়ন বাধাগ্রস্ত হতো। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশ-বিদেশের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দশম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছেন। নির্বাচনপরবর্তী গঠিত সরকারের সঙ্গে চীন, জাপান ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ কাজ করছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। আগামী ৫ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তিতে বিএনপি যাতে নতুন করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারীদের দমনে কারও কোন ধরনের শৈথিল্য সহ্য করা হবে না। ৫ জানুয়ারির নির্বাচনে দেশবাসী আওয়ামী লীগকে পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন উল্লেখ করে নাসিম বলেন, এ নির্বাচনের পর বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। এসব দেখে বিএনপি নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে। তিনি এখন আবোল-তাবোল বকছেন। তার বিভ্রান্তিকর বক্তব্যে দেশবাসী তো দূরের কথা, তার নিজের দলের নেতাকর্মীদেরও এখন আর আস্থা নেই। বর্তমান সরকারের মেয়াদ শেষে আগামী ২০১৯ সালে সংবিধান অনুযায়ী একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে যারা দেশবাসীর সমর্থন পাবেন তারাই পরবর্তীতে দেশ পরিচালনা করবে। তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কথায় কথায় বর্তমান সরকারকে উৎখাত করার হুমকি দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ মুক্তযুদ্ধের দল আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, কোন হুমকিতে ভয় পায় না। জনগণ যতদিন বর্তমান সরকারের সঙ্গে রয়েছেন, ততদিন কেউ সরকারকে দেশের উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাঁধা দিতে পারবে না। বেগম জিয়ার ছেলে বিদেশে বসে লাগামহীন মিথ্যাচার করা ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিও বিষোদ্গার করার করার ধৃষ্টতা দেখাচ্ছে। তিনি তাকে দেশে ফিরে জনগণের অর্থপাচারসহ তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা আইনগতভাবে মোকাবেলা করার আহ্বান জানান। মোহাম্মদ নাসিম বলেন, কা-জ্ঞানহীন কোন আনাড়ির কথায় বঙ্গবন্ধুর পর্বত সমতুল্য বিশালতা ক্ষুণœ হবে না।
×