ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারত থেকে দেশে ফেরার পথে ৫ যুবক আটক

প্রকাশিত: ০৩:১৫, ২২ ডিসেম্বর ২০১৪

ভারত থেকে দেশে ফেরার পথে  ৫ যুবক আটক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অবৈধভাবে ভারত ঘুরে দেশে ফেরার সময় রবিবার সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ সীমান্ত থেকে ৫ বাংলাদেশীকে আটক করা হয়েছে। সুরমা নদী সাঁতরিয়ে দেশে ফেরার সময় সীমান্তরক্ষী বিজিবি তাদের আটক করে। আটকৃতদের জকিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হচ্ছে- এহিয়া আহমদ, মিজানুর রহমান, জহির উদ্দিন, কামাল আহমদ ও আব্দুর রউফ। ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীতে পিটুনিতে চোরের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গার্ডকে পিটিয়ে রাজশাহীর নওদাপাড়ার জামায়াতনিয়ন্ত্রিত ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রিল কেটে চুরি করে পালানোর সময় বেধড়ক পিটুনির শিকার রাসেল ওরফে মাসুদ নামের একজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে পিটুনির পর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল মাসুদ। তবে সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ ঝালকাঠির আজিজ হাওলাদারের ছেলে। সে সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের সদস্য। ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষিত ॥ দুই ধর্ষক আটক নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২১ ডিসেম্বর ॥ বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। শনিবার দুইজনের নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞাত আরও দুই যুবকের নামে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামি শহীদুল ও লাভলুকে এলাকাবাসী শনিবার রাতেই আটক করে পুলিশে সোপর্দ করেছে। বঙ্গবন্ধু বিশ্ব সাহিত্যাঙ্গনের মহাকবি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের স্রষ্টাই নন, তিনি বিশ্ব সাহিত্যাঙ্গনের মহাকবি। তাঁর অমিয়কীর্তি মহাকাব্য ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। আমাদের অস্তিত্ব রক্ষায় মুক্তিযুদ্ধের হাতিয়ার, এই হাতিয়ারে কখনও মরচে ধরবে না। চিরকাল শাণিত থাকবে। বাঙালীর এ সুখের কানন যেন পুড়ে না যায় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। রবিবার চট্টগ্রামের ডিসি হিলে মুক্তিযুদ্ধের বইমেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কথা সাহিত্যিক ড. রণজিত কুমার বিশ্বাস। বঙ্গবন্ধু বইমেলা ও বিজয় উৎসব উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সফর আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার হাফিজ আকতার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মোঃ সাহাব উদ্দিন, চবি শিক্ষক অধ্যাপক ড. জীববোধি ভিক্ষু।
×