ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাটোরে মুক্তিযোদ্ধা সংসদ থেকে হিযবুত তওহীদের তিন সদস্য আটক

প্রকাশিত: ০৩:১২, ২২ ডিসেম্বর ২০১৪

নাটোরে মুক্তিযোদ্ধা সংসদ থেকে হিযবুত তওহীদের তিন সদস্য আটক

সংবাদদাতা, নাটোর, ২১ ডিসেম্বর ॥ নাটোরে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় পুলিশের কালো তালিকাভুক্ত উগ্রবাদী সংগঠন হেযবুত-তওহীদের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আব্দুস সবুর খান (২৫), লোটাবাড়িয়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) এবং ঝিনাইদহ জেলার নওশের আলীর ছেলে নুহ মুন্সী (২৭)। পুলিশ জানায়, রবিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের অডিটরিয়ামে ধর্ম ব্যবসা, জঙ্গীবাদ ও অপরাজনীতি বিষয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করছিল হেযবুত-তওহীদের কর্মীরা। এ সময় পালিয়ে যায় সংগঠনের অন্যরা। মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আবদুর রউফ জানান, হেযবুত তওহীদ পুলিশের কালো তালিকাভুক্ত উগ্রবাদী সংগঠন তারা জানতেন না। তাদেরকে বলা হয়েছিল ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি এবং জঙ্গীবাদের বিরুদ্ধে আলোচনা সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। সে কারণেই হলরুম ভাড়া দেয়াসহ মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন।
×