ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কয়লার অভাবে ইটভাঁটিতে জ্বলছে না আগুন

প্রকাশিত: ০৩:১১, ২২ ডিসেম্বর ২০১৪

কয়লার অভাবে ইটভাঁটিতে জ্বলছে না আগুন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কাঁচা ইটের স্তুূপ ভাটায় ভাটায় পড়ে আছে। কয়লা আমদানি বন্ধ থাকায় নীলফামারীর প্রায় ৫০টি ইটভাঁটি কয়লা সঙ্কটে আগুন দিতে পারছে না। ফলে এসব ইটভাঁটি বন্ধ হতে চলেছে। এতে করে ভাঁটির বিপুল সংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। আর কাঁচা ইটের স্তুূপগুলো নষ্ট হতে বসেছে। জানা গেছে, জেলার ছয় উপজেলার প্রায় ৫০টি ইটভাঁটি প্রতিটিতে ১০ থেকে ১৫ লাখ করে কাঁচা ইট তৈরি করে খোলা আকাশের নিচে রাখা হয়েছে। কয়লা না থাকায় ইট পোড়ানোর কাজ শুরু করা যাচ্ছে না। সূত্র জানায়, ইটভাঁটির জন্য কয়লা আমদানি হয় ভারতের মেঘালয় প্রদেশ থেকে। সেখানে পাহাড় ধসের আশঙ্কায় কয়লা উত্তোলন বন্ধের দাবিতে দেশটির হাইকোর্টে রিট হয়েছে। আদালত কয়লা উত্তোলনের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় ভারত থেকে কয়লা আমদানি বন্ধ রয়েছে। কয়লা পাওয়া না গেলে বিকল্প পন্থায় বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, নেপালসহ অন্যান্য দেশ থেকে দ্রুত কয়লা আমদানি করা না হলে ইটভাঁটি মালিকরা ক্ষতির মুখে পড়বেন এবং ব্যাংকের দায়দেনায় আটকে পড়বেন। ফলে সরবরাহ সঙ্কটের কারণে ইটের দামও অনেক বেড়ে যাবে। এতে আগামী অর্থবছরে সরকারী অবকাঠামোসহ সব ধরনের নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়বে।
×