ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

প্রকাশিত: ০৩:০৯, ২২ ডিসেম্বর ২০১৪

মাদারীপুরে পদ্মা সেতু  প্রকল্পে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২১ ডিসেম্বর ॥ রবিবার দুপুর ১২টায় পদ্মা সেতু বহুমুখী প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তরা ক্ষতি পূরণের দাবিতে প্রায় ৪০ কি.মি দূর থেকে এসে মাদারীপুর শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। আগামী ১৭ জানুয়ারির মধ্যে সরকার ক্ষতিপূরণ না দিলে হরতালসহ বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনের আগে ২ শতাধিক নারী-পুরুষ শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে মাদারীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে প্রেসক্লাবে দাবি-দাওয়া সংবলিত লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম ও সমন্বয় কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ সিকদার। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, পদ্মা সেতু প্রকল্পে জমি অধিগ্রহণ, ঘরবাড়ি, দোকানপাট পুনঃস্থাপন, গাছ-পালা ও এনজিও বিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মহিউদ্দিনের ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দক্ষিণ চরজানাজাত ও উত্তর বাখরেরকান্দি মৌজার জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এখনও ১ হাজার ২শ’ পরিবার তাদের ক্ষতিপূরণ পায়নি। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের ২ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির নেতা আবদুর রশিদ সিকদার, মোঃ হারুন বয়াতি, সেলিম বেপারি, আলতাফ হাওলাদার, মমতাজ বেগম, সোনা মিয়া শেখ, আবদুর রহিম মাতুব্বর প্রমুখ।
×