ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোশাররফ করিম-শখের ‘এলবিডব্লিউ’

প্রকাশিত: ০৬:১৭, ২১ ডিসেম্বর ২০১৪

মোশাররফ করিম-শখের ‘এলবিডব্লিউ’

স্টাফ রিপোর্টার ॥ আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসছে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সম্প্রতি নির্মিত হলো নাটক ‘এলবিডব্লিউ’। নাটকটি রচনা করেছেন তির্থক আহসান রুবেল। পরিচালনা করেছেন আশিক ইব্রাহীম। রাজধানীর মিরপুর স্টেডিয়াম, লালবাগ কেল্লা, ঢাকা মেডিক্যাল কলেজ মাঠসহ বিভিন্ন স্থানে নাটকটির শূটিং হয়েছে। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও শখ। আরও রয়েছেন বীথি রানী সরকার, কচি খন্দকার, সোহেল খান, তমাল, ক্রিকেট লিজেন্ড ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসান, ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমীর। এছাড়া আরও কয়েকজন ক্রিকেটার অভিনয় করেছেন। নাটকের কাহিনীতে দেখা যাবেÑ বাবাহীন পরিবারের একমাত্র সন্তান মোশাররফ। মফস্বলের কলেজ থেকে অনার্স শেষ করে আর মাস্টার্সে ভর্তি হয়নি। সারাদিন টিউশনি আর ক্রিকেট নিয়েই তার জীবনযাপন। সংসারের কোনকিছুর প্রতিই তার কোন আগ্রহ নেই। ক্রিকেটের এনসাইক্লোপিডিয়া যেন সে। তার বন্ধু শাওন নিজেকে সাকিব আল হাসানের ছোট বেলার বন্ধু বলে পরিচয় দেয়। যদিও পরিচয়টা নিয়ে সবাই সন্দেহ করে। ক্রিকেটপাগল মোশাররফ যখন কোন টুর্নামেন্টের খবর পায় পাড়ার ছেলেদের নিয়ে দল গঠন করে। মূলত তার আগ্রহ এবং পৃষ্ঠপোষকতায় সবাই খেলায় অংশগ্রহণ করে। দলের কোচ কাম ম্যানেজার কচি। মোশাররফের দলের কঠিন প্রতিপক্ষ পাশের মহল্লার সোহেল খানের দল। প্রতিটি ম্যাচেই মোশাররফের দল পরাজিত হয় সোহেলের দলের কাছে। আর প্রতিটা ম্যাচে দলের ক্যাপ্টেন মোশাররফ এলবিডব্লিউ হয়ে দলের পরাজয়ের নায়ক হয়। ফলে সবাই তাকে গালিগালাজ করে, তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে। কিন্তু আবারও যখন টুর্নামেন্ট আসে, তাকেই সবার আগে পাওয়া যায়। মোশাররফের জীবনে প্রেম হয়ে আসে ছাত্রের বড় বোন শখ। শখের বিয়ের সম্বন্ধ আসতে থাকে চারদিক থেকে। মোশাররফকে জীবন সম্পর্কে সিরিয়াস হতে তাগাদা দেয়। মোশাররফ হাসি-ঠাট্টা করে কাটিয়ে দেয়। অবশেষে একদিন শখের বিয়ে ঠিক হয়। সেই একই দিনে মোশাররফের বিজয় দিবসের প্রীতি ম্যাচ পড়ে। প্রতিপক্ষ সেই চিরচেনা সোহেল খানের দল। মোশাররফের মনে পড়ে মুক্তিযুদ্ধের সঙ্গে আমাদের ক্রিকেটের ইতিহাস। শহীদ মুস্তাক, শহীদ জুয়েলের হত্যাকা- তাকে আলোড়িত করে।একটু পানি না কি যেন জমে যাওয়া ঘোলা চোখে শরীরের সবটুকু শক্তি দিয়ে ব্যাট চালায় মোশাররফ। একটি কবুল, একটি এলবিডব্লিউ, একটি নায়কোচিত দিন, একটি বেদনায় ভরা গৌরবের ইতিহাস, প্রতিদিনের অপমানের ইতিহাস আর তার সামনে দাঁড়িয়ে একটি আঁততায়ী বল।
×