ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আর খেলবেন না আবিদাল, হতে চান কোচ

প্রকাশিত: ০৫:৫৯, ২১ ডিসেম্বর ২০১৪

আর খেলবেন না আবিদাল, হতে চান কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলকে বিদায় বলে দিলেন ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার এরিক আবিদাল। মূলত ব্যক্তিগত কারণ দেখিয়েই অবসরের ঘোষণা দেন তিনি। বিদায়ী সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক বার্সিলোনার এই তারকা ফুটবলার। সেইসঙ্গে দীর্ঘদিন যারা তাকে সমর্থন যুগিয়েছেন সেই ভক্ত-অনুরাগীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্বফুটবলের অন্যতম সেরা এই রক্ষণসৈনিক। জানিয়েছেন কোচ হিসেবে যাদের তিনি তাঁর ক্যারিয়ারে পেয়েছেন তাদের আজীবন মনে-প্রাণে ধারণ করবেন এরিক আবিদাল। শুক্রবার ফ্রান্সের রাজধানী এ্যাথেন্সের এক সংবাদ সম্মেলনে অবসরের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত আবিদাল বলেন, ‘আজ (শুক্রবার) ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিচ্ছি। কারণটা সম্পূর্ণ ব্যক্তিগত। শীর্ষ পর্যায়ের সব পেশাদার ফুটবলারই তার সময় শেষ হওয়ার বিষয়টা উপলব্ধি করতে পারে। আমিও আমার সময় শেষের কাছাকাছি চলে এসেছি।’ এমন সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে মোটেও অনুতপ্ত নন তিনি। বরং এখন তার পরিবারকে সময় দেবেন। আর ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আরও পরে, ‘সিদ্ধান্তের পর মোটেই অনুতপ্ত নই আমি। এখন আমি শুধুই বিশ্রাম নিতে চাই। সেইসঙ্গে সময় দিতে চাই পরিবারকে। এরপর ভবিষ্যত জীবনের কথা নিয়ে ভাবব।’ ফুটবলার এরিক আবিদালের জীবনটা সত্যিই কঠিন। ২০১২ সালে লিভার প্রতিস্থাপন করা হয় তার। এরপর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় এরিক আবিদালকে। তবে সুস্থ হয়ে গত বছর মাঠে ফিরে বিরল এক নজির গড়েন তিনি। ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার ফ্রান্সের হয়ে ৬৭ ম্যাচ খেলেছেন। ২০১৩ সালের নবেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ইউক্রেনের বিপক্ষে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। ক্লাব ফুটবলের ইতিহাসে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা, অলিম্পিক লিঁওনেইস, মোনাকোর পর সম্প্রতি অলিম্পিয়াকোস পাইরেয়াসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন আবিদাল। বুধবার তার দল গ্রীক ঘরোয়া সুপার লীগে ঘরের মাঠে পানিয়োনিয়োসের বিপক্ষে ২-০ গোলে জয় পায়। অলিম্পিয়াকোসের হয়ে শনিবার তার ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেললেন আবিদাল। ২০০৭ সালে লিয়ন থেকে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় যোগ দেন ফরাসী এই ডিফেন্ডার। কাতালান ক্লাবটিতে কখনই পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি। বার্সার খেলোয়াড় হিসেবে আবিদাল ২০০৯ ও ২০১১ সালে উয়েফা চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছেন। এছাড়া চারটি লা লিগার শিরোপা জয় করার কৃতিত্ব তার আছে। ২০০৬ সালের বিশ্বকাপে রানার্সআপ ফ্রান্স দলের সদস্য ছিলেন তিনি। বার্সা ছাড়ার পর ফ্রেঞ্চ লীগ ওয়ানের ক্লাব মোনাকোতে যোগ দিয়েছিলেন আবিদাল। সেখানে খেলেছেন ২৬ ম্যাচ। আর ছয় মাস আগে যোগ দিয়েছিলেন অলিম্পিয়াকোসে। কিন্তু এখানে তার যাত্রাটা বেশিদিন টিকেনি। তবে খেলোয়াড়ি জীবনের ইতি ঘটিয়ে কোচিংয়ে দৃষ্টি দিতে চান তিনি। আর সে জন্য ইতোমধ্যেই প্রস্তাব পেয়েছেন বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলার।
×