ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কার্ডিফ বিজয় আন্তঃস্কুল ক্রীড়া উৎসব

প্রকাশিত: ০৫:৫৮, ২১ ডিসেম্বর ২০১৪

কার্ডিফ বিজয় আন্তঃস্কুল ক্রীড়া উৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (সিআইএসডি) আয়োজিত বিজয় আন্তঃস্কুল ক্রীড়া উৎসব সম্পন্ন হয়েছে। দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একই প্ল্যাটফর্মে এনে ক্রীড়া চেতনার সঙ্গে সম্পৃক্ত করতেই এ আয়োজন করা হয়। মোহাম্মদপুর সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে শনিবার বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে এ উৎসব আয়োজিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে রাজধানীর প্রায় ১৫ ইংলিশ মিডিয়াম স্কুল অংশ নেয়। এসব স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও বিভিন্ন ক্রীড়ায় ইভেন্টে অংশ নেয়। দলগল ডিসপ্লে, মশাল প্রজ্বলন, মার্চপাস্ট শেষে ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়। চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, শিক্ষক শিক্ষিকা, অতিথি, অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং, প্রীতি ফুটবল ম্যাচ ইভেন্ট অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হেড অব স্কুল জিএম নিজামউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট বীরেন শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সচিব শিবনাথ রায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আতহার আলী খান, হাবিবুল বাশার সুমন, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ আশরাফুল, প্রধান নির্বাচক ফারুক আহমেদ, সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক মনি, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, ক্রিকেট দলের কম্পিউটার এ্যানালিস্ট নাসির হোসেন নাসু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ফুটবলার জাহিদ হাসান এমিলি, সাবেক ফুটবলার জুয়েল রানা।
×