ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লা রেলওয়ে স্কুলের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান

প্রকাশিত: ০৩:৫৩, ২১ ডিসেম্বর ২০১৪

কুমিল্লা রেলওয়ে স্কুলের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২০ ডিসেম্বর ॥ কুমিল্লা রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেনÑ সিটি কাউন্সিলর সরকার মাহমুদ জাভেদ, শাহ আলম খান, ইউপি চেয়ারম্যান আলহাজ আমিনুল হক, আবুল কালাম আজাদ, দাতা সদস্য শহিদুল ইসলাম চপল প্রমুখ। পরে ঘোড়ার গাড়ি সাজিয়ে ও রঙ-বেরঙের বেলুন উড়িয়ে ধর্মপুর, সাতোরা, শাসনগাছা ও চম্পকনগর সড়কে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সিরাজগঞ্জে বখাটের কারাদ- স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে শুক্রবার রাতে বখাটে আবু তালেবকে ভ্রাম্যমাণ আদালত ২ বছরের কারাদ- প্রদান করেছে। সে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতি পূর্ব পাড়া মহলার আসলাম মোল্লার ছেলে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিসুর রহমান জানান, উপজেলার নিশিবয়ড়া গ্রামের এক গৃহবধূকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পঞ্চগড়ে উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে উদীচী শিল্পীগোষ্ঠীর তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক, সঙ্গিতা ইমাম, সহ-শিল্পীগোষ্ঠীর সদস্যরা অংশ নেন। দাউদকান্দিতে জাল নোটসহ গ্রেফতার ১ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২০ ডিসেম্বর ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে প্রায় ৩ লাখ টাকার জাল নোটসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জুবায়দুল আলম জানান, শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসে পুলিশ তল্লাশি চালিয়ে জাল টাকা জব্দ করে। কুড়িগ্রামে গ্রামীণফোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার. কুড়িগ্রাম ॥ ‘শীতার্তদের মাঝে গ্রামীণফোন’ এই সেøাগান সামনে রেখে গ্রামীণফোন রংপুর এরিয়া অফিস শনিবার কুড়িগ্রাম সলিডারিটি চত্বরে শীতার্ত ৩৫০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার নুরন্নবী খন্দকার। সলিডারিটির নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আহসান হাবীব নীলু প্রমুখ।
×