ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘন কুয়াশা

রাজশাহীতে বোরো বীজতলা নিয়ে বিপাকে কৃষক

প্রকাশিত: ০৫:৩৫, ২০ ডিসেম্বর ২০১৪

রাজশাহীতে বোরো  বীজতলা নিয়ে  বিপাকে কৃষক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অব্যাহত শীত আর ঘন কুয়াশায় বোরোর বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর কৃষক। ইতোমধ্যে রাজশাহী অঞ্চলে শুরু হয়েছে বোরো আবাদ। এখন চলছে জমি তৈরির কাজ। কিন্তু তার আগেই বোরো বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোল্ড ইনজুরিতে আক্রান্ত হতে শুরু করেছে বোরোর বীজতলা। এতে বীজতলা নিয়ে ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। তবে কুয়াশায় কৃষকরা যাতে ক্ষতির শিকার না হন সে জন্য কৃষি বিভাগও সতর্কমূলক পদক্ষেপ নিয়েছে। জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকার কৃষকরা জানান, বোরো চাষের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে বেশ কয়েক দিন ধরে তীব্র শীত আর ঘন কুয়াশায় চারা বড় হচ্ছে না। হলদে হয়ে যাচ্ছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো বীজতলা করেছেন চাষীরা। চলতি মৌসুমে ৩ হাজার ৭৪৪ হেক্টর জমিতে বোরো বীজতলা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গোদাগাড়ী কৃষি কর্মকর্তা ড. সাইফুল আলম জানান, তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নামলে আর ঘন কুয়াশা অব্যাহত থাকলে বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। শীত আর ঘন কুয়াশায় যাতে বীজতলা ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য এবারও কৃষি বিভাগ আগে থেকেই সর্তক রয়েছে। সকল উপসহকারী কৃষি কর্মকর্তাদের ছুটি বাতিল করে বীজতলা মনিটরিং করা হচ্ছে।
×