ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাড়তি ফি আদায়, যশোর বোর্ডে ৮ স্কুলকে শোকজ

প্রকাশিত: ০৫:৩৩, ২০ ডিসেম্বর ২০১৪

বাড়তি ফি আদায়, যশোর বোর্ডে ৮ স্কুলকে  শোকজ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) ফরম পূরণে বাড়তি ফি আদায়ের অভিযোগে আট স্কুলকে শোকজ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। শোকজ করা স্কুলগুলো হচ্ছে- পাইকগাছা হাটবাড়ী মিলনী মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারী বালিকা বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়, পাইকগাছার আরকে এবিকে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয় ও গড়ুইখালী আলম শাহী ইনস্টিটিউট। যশোর শিক্ষাবোর্ডের তিন সদস্যবিশিষ্ট কমিটির সদস্য হলেন- উপ-পরিচালক (হি ও নি), প্রধান মূল্যায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপ-বিদ্যালয় পরিদর্শক এম আবদুর রহিম। এ কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত সপ্তাহে বিদ্যালয়গুলোতে শোকজের চিঠি পাঠানো হয়েছে। শোকজ চিঠি পাওয়ার পর ৭ দিনের মধ্যে স্ব-স্ব স্কুলের প্রধান শিক্ষককে জবাব দিতে বলা হয়েছে।
×