ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে ঋণের ১০৫ কোটি ডলার ছাড় অনুমোদন আইএমএফের

প্রকাশিত: ০৫:১৩, ২০ ডিসেম্বর ২০১৪

পাকিস্তানকে ঋণের ১০৫ কোটি ডলার ছাড় অনুমোদন আইএমএফের

আন্তর্জাতিক অর্থ তহবিল বৃহস্পতিবার জানিয়েছে, তারা পাকিস্তানের জন্য ১০৫ কোটি ডলার ছাড়ের অনুমোদন দিয়েছে। অর্থনৈতিক সঙ্কটে নিপতিত দেয়া ৬৬০ কোটি ডলারের এটি হচ্ছে পঞ্চম কিস্তি। খবর এএফপির। ওয়াশিংটনভিত্তিক এ ঋণদাতা প্রতিষ্ঠান পাকিস্তানে ব্যাপক অর্থনৈতিক সংস্কার বিশেষ করে জ্বালানি ও কর আদায় খাতের সংস্কারের শর্তে ২০১৩ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের জন্য বড় অঙ্কের এ ঋণ মঞ্জুর করে। আইএমএফ জানায়, পাকিস্তানের অর্থনৈতিক অগ্রযাত্রা পর্যবেক্ষণের পর তারা এ নতুন তহবিল ছাড়ের অনুমোদন দেয়। এক বিবৃতিতে আইএমএফের প্রথম উপব্যবস্থাপনা পরিচালক ডেভিড লিপটন বলেন, ‘পাকিস্তানের সামষ্টিক অর্থনীতির উন্নতি হলেও তাদের ঋণের অর্থ আদায়ের ক্ষেত্রে অনেক ঝুঁকি থেকেই যাচ্ছে।’ তিনি বলেন, ‘স্বল্প মেয়াদে সামষ্টিক অর্থনীতির ঝুঁকি মোকাবেলায় এবং প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়নে পাকিস্তান কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন পদক্ষেপের সুফল পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে আরও টেকসই অর্থনৈতিক পরিবর্তন আনয়নে অব্যাহত প্রচেষ্টা চালানো প্রয়োজন।’
×