ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিজিবি দিবসে গাইবেন মমতাজ

প্রকাশিত: ০৫:০৯, ২০ ডিসেম্বর ২০১৪

বিজিবি দিবসে  গাইবেন মমতাজ

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞাী মমতাজ। ‘বিজিবি দিবস ২০১৪’ উপলক্ষে আজ ২০ ডিসেম্বর বিজিবি সদর দফতরে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পপুলার লাইফ ইন্স্যুরেন্স সীমান্ত ঐকতান’। এটিএন বাংলা এবং বিজিবির যৌথ আয়োজনে অনুষ্ঠেয় প্রায় তিন ঘণ্টা ব্যাপ্তির এ অনুষ্ঠানে দর্শকের মাতাবেন দেশের অন্যতম জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। দর্শকদের জন্য নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন তিনি। অনুষ্ঠানে মমতাজ ছাড়াও থাকবে অন্য শিল্পীদের সঙ্গীত, নৃত্যসহ অন্যান্য পরিবেশনা। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, পরিচালক মনিরুল ইসলাম, রুকসানা কবীর কাকলীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্য ও তাদের পরিবারসহ হাজারো দর্শক অনুষ্ঠানে উপস্থিত থেকে মনোজ্ঞ এই পরিবেশনা উপভোগ করবেন। পুরো আয়োজনটি ২০ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭-৪০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা । লোপা হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ।
×