ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রবীণ রাজনীতিবিদ সরদার আমজাদ আর নেই

প্রকাশিত: ০৪:৫৮, ২০ ডিসেম্বর ২০১৪

প্রবীণ রাজনীতিবিদ সরদার আমজাদ আর নেই

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেন আর নেই (ইন্নালিল্লাহে...রাজিউন)। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা এলাকায়। ১৯৬৪ সালে তৎকালীন আওয়ামী ছাত্রলীগে যোগদানের মধ্য দিয়ে প্রথম রাজনৈতিক জীবন শুরু করে সরদার আমজাদ ১৯৬৯ সালে আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পান। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে তিনি প্রথম পাকিস্তানের প্রাদেশিক পরিষদের এমপিএ নির্বাচিত হন। ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ (বাকশাল) থেকে এমপি নির্বাচিত হন। ১৯৮৬ সালে সরদার আমজাদ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবারও এমপি নির্বাচিত হন। তিনি এমপি থাকাবস্থায় ১৯৮৭ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন এবং প্রেসিডিয়াম সদস্য হয়ে মন্ত্রিত্ব লাভ করেন। ১৯৮৮ সালে প্রথমে তিনি খাদ্যমন্ত্রী, পরে মৎস্য ও পশুসম্পদমন্ত্রী ও সর্বশেষ ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের শেষের দিকে তিনি জাতীয় পার্টি ছেড়ে আবারও আওয়ামী লীগে যোগদান করেন। ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। এরপর দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি। বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লেখার পাশাপাশি সরদার আমজাদ হোসেন বেশ কয়েকটি বইও লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, যোগাযোগ গবেষণা : অর্ধশতাব্দীর মূল্যায়ন, বাংলাদেশে জয়-পরাজয়ের রাজনীতি ও একুশ শতকের সিঁড়িতে বাংলাদেশ।
×