ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রমনা পার্কে ২৬ ডিসেম্বর ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব’

প্রকাশিত: ০৬:১২, ১৯ ডিসেম্বর ২০১৪

রমনা পার্কে ২৬ ডিসেম্বর ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব’

বাংলাদেশের ইতিহাসে এ যাবতকালের বৃহত্তম সাংস্কৃতিক উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়েছে। রাজধানী ঢাকার শাহবাগের রমনা পার্কে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব’ শীর্ষক এই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে বাংলালিংকের হেড অব পি আর এ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের মার্কেটিং এ্যান্ড কর্পোরেট এ্যাফেয়ার্স ডিরেক্টর শাফায়েত আলম উপস্থিত ছিলেন। অভ্যাগত শ্রোতা-দর্শনার্থীদের শুধুমাত্র বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক বিনোদনের অভিজ্ঞতা দেয়া কিংবা নিছক প্রথমবারের মতো এক বিশাল আয়োজনের মাধ্যমে অবিনশ্বরতা পাওয়ার জন্য এই উৎসব আয়োজনের উদ্যোগ নেয়া হয়নি। বরং এ উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও নাটক থেকে শুরু করে কাজী নজরুলের গান ও কবিতা, লালন শাহর বাউল সঙ্গীত, গম্ভীরা ও ভাওয়াইয়া গান, শাহ আবদুল করিম ও হাসন রাজার গানের জয়ধ্বনিতে সবাইকে উজ্জীবিত করে তোলা। এই উৎসবে এসে সব বয়সের শ্রোতা-দর্শনার্থীরা অপার আনন্দে বাংলাদেশের অন্যতম সেরা সাংস্কৃতিক অনুষ্ঠানমালা উপভোগ করতে পারেন। -বিজ্ঞপ্তি
×